How Easy Scotch Bright Business in Bengali 2022. স্কচব্রাইট তৈরির ব্যবসা

Table of Contents

Scotch Bright Business স্কচব্রাইট তৈরির ব্যবসা  

আজ আমাদের আলোচনা Scotch Bright Business in Bengali স্কচব্রাইট তৈরির (আসলে তৈরি নয়, প্যাকিং) ব্যবসা এমন এক ব্যবসা যেটাতে অধিক পরিমাণে উপার্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে। অতি সামান্য পুঁজি নিয়েই শুরু করা যাবে Scotch Bright Business আর এর চাহিদা কখনোই কম হয় না। কাজেই সারা বছর ব্যবসা রমরমিয়ে চলবে।

আজকাল সৌখিন মানুষেরা আগের দিনের মতো ছাইমাটি দিয়ে বাসনপত্র মাজে না । বাসন মাজার জন্য ব্যবহার করে স্কচব্রাইট ও ডিশ বার । গ্রাম বা শহর যেখানেই বলা হোক না কেন, আজকাল বাসন মাজার জন্য কোথাও ছাইমাটি বা নারকেল ছোবড়া বা পলিথিনের বস্তা ইত্যাদি ব্যবহার করা হয় না । Scotch Bright এর ব্যবহার আজকাল সবাই জানে এবং সর্বত্র পাওয়াও যায় ।

স্কচব্রাইটের চল কোনও দিন বন্ধ হবে না । বরং দিন দিন বাড়তে থাকবে । মানুষের মন একবার যাতে বসে গেছে, মানুষের মনে একবার যে জিনিস লেগে যায় তার কখনও চাহিদা কমে যায় না । তাই স্কচব্রাইটের ব্যবসা (Scotch Bright Business) যে করবে তার মাল বিক্রয় নিয়ে কোনও চিন্তা করতে হবে না ।

এই ব্যবসার মাধ্যমে কোন উদ্যোক্তা তার সকল প্রকার অর্থের চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে উপার্জন করতে পারবে। জীবনকে স্বচ্ছল করে তুলতে পারবে। আসুন, কি ভাবে ব্যবসাটি করতে হবে এবং কি ভাবে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাতে হবে সেই বিষয়ে ধাপে ধাপে আলোচনা করিঃ-

স্কচব্রাইট তৈরি ব্যবসার সম্ভবনা

স্কচব্রাইট (Scotch Bright) বর্তমানে একটি বিপুল ব্যবহৃত পন্য। আপনি আপনার ঘরেও এটি ব্যবহার করতে দেখে থাকেন । একটু চোখ খুলে নিজের চারপাশটায় তাকালেই দেখা যাবে-

১) সব ধর্মের মানুষকেই এটা ব্যবহার করতে হয়। দেখুন, প্রতিটা পরিবারেই বাসন মাজার ব্যাপার থাকে । তাই প্রতি ঘরে ঘরেই স্কচব্রাইটের ব্যবহার (Scotch Bright Business) নিশ্চিত রূপে আছে এটা বলা যায় ।

২) সকল হোটেল, রেস্টুরেন্ট, চা ও মিষ্টির দোকান সারা বছরই স্কচব্রাইট ব্যবহার করে থাকে ।

৩) সকল হোস্টেলে ব্যবহার হয়ে থাকে ।

৪) সকল হাসপাতাল, নার্সিং হোম, বিভিন্ন আশ্রম সর্বত্রই স্কচব্রাইট ব্যবহার হয়ে থাকে ।

৫) বর্তমানে মিডডে মিলের কারণে সব হাইস্কুল, প্রাইমারী স্কুল, আইসিডিএস সব প্রতিষ্ঠানেই স্কচব্রাইট ব্যবহৃত হয়ে থাকে ।

৬) এছাড়াও অনেক ক্ষেত্র আছে যেমন মন্দির মসজিদ যেখানে দৈনিক আহারের আয়োজন হয়ে থাকে, সেখানে স্কচব্রাইট ব্যবহার করা হয় ।

কাজেই দেখা যায়, সারাবছরই এর সমান চাহিদা থাকে। স্কচব্রাইটের কোনও অফ সিজিন বলে কথা হয় না। তাই যুক্তি সঙ্গত কারনেই, এমন একটা পন্যের ব্যবসা সম্পর্কে চোখ বন্ধ করে বলা যেতে পারে, এই ব্যবসার চাহিদার কোনও ঘাটতি হবে না। অনায়াসে উদ্যোগকারী বিপুল মুনাফা অর্জন করতে পারবে সন্দেহ নেই।

স্কচব্রাইট তৈরি ব্যবসার পরিকল্পনা

কোনও ব্যবসা শুরু করার আগে তার সম্পর্কিত বিভিন্ন তথ্য সর্বপ্রথম জোগাড় করে আপনাকে একটি সুন্দর পরিকল্পনা গঠন করতে হবে। এই পরিকল্পনার মধ্যে থাকবে-

READ MORE   Easy Hand Wash Making Business in bengali 2022. হ্যান্ডওয়াশ তৈরির ব্যবসা

১) আপনি ব্যবসা ছোট না বড় আকারে করতে চান, সে বিষয়ে আগেই সিদ্ধান্ত নিন। আমরা বলি, আপনি বড় করে করতে চাইলেও প্রথমে ছোট করে শুরু করুন। তারপর ব্যবসাটি বুঝে গেলে, খুঁটিনাটি আয়ত্ত হয়ে গেলে, বেশি পুঁজি নিয়োগ করে বড় আকারে করবেন।

২) ব্যবসাটি কোথায় শুরু করতে চান, সেটাও ঠিক করে জায়গা নির্বাচন করুন। প্রথমে নিজের বাড়িতে শুরু করাটাই ভালো। ভাড়াতে ঘর নিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু খরচের চাপ থেকে যায়। শুরু শুরুতে সেই চাপ না নেওয়াই ভালো।

৩) এই ব্যবসা নিজেও করা যায়। যদি লেবার নিয়ে শুরু করতে চান, তাহলে দক্ষ ও নির্ভরযোগ্য লেবার খুঁজে বের করুন।

৪) কাঁচামাল কি কি লাগবে এবং কোথায় থেকে তা পাওয়া যাবে তার জন্য বিস্তারিত খোঁজ খবর নিন। লোকাল মার্কেট অথবা বিভিন্ন ই-কমার্স সাইটেও খোঁজ নিতে পারেন।

৫) প্রতি ব্যবসার জন্য কিছু সরকারী কাগজপত্র প্রয়োজন হয়। কি কি কাগজ লাগবে সে বিষয়ে জেনে নিন, সেগুলো কোথা থেকে কিভাবে পাওয়া যাবে সেটাও জেনে ধীরে ধীরে মনস্থির করে লেগে পড়ুন। আপনার জয় নিশ্চিত।

স্কচব্রাইট তৈরির প্রয়োজনীয় কাঁচামাল ও তার দাম

How Easy Scotch Bright Business in Bengali 2022. স্কচব্রাইট তৈরির ব্যবসা
Scotch Bright Business in Bengali

যেকোনো উৎপাদন করতে গেলে কাঁচামালের প্রয়োজন। স্কচব্রাইট বানাতে গেলে একটিমাত্র কাঁচামাল গ্রিন স্ক্রাবপ্যাড এবং সেটা প্যাকিং করার জন্য প্লাস্টিক পাউচ দরকার । কাঁচামাল বলতে গেলে এই দুটো ছাড়া আর কিছুই লাগে না । এদের দাম নিচে দেওয়া হলো:

a) গ্রিন স্ক্রাবপ্যাড (দামঃ ২-২.৫ টাকা প্রতি পিস)

b) প্লাস্টিক পাউচ (দামঃ ০.৪-০.৫ টাকা প্রতি পিস)

স্কচব্রাইট বানানোর কাঁচামাল সামগ্রী স্থানীয় কোন দোকান থেকে আপনি নিতে পারেন। কিন্তু পাইকারি বিক্রেতার কাছ থেকে নিলে আপনার কিছুটা লাভ হবে। এছাড়া কোলকাতার বড়বাজার থেকে নিতে পারেন। সেখানে আপনার বাজেট অনুযায়ী পছন্দ মতো এবং দামেও কম পেয়ে যাবেন। সব সময় কাঁচামাল নেওয়ার সময় তার গুণমান দেখে নেবেন।

এমন পাইকারি বিক্রেতাদের অনলাইনের মাধ্যমেও খুঁজতে পারেন। তাছাড়া যদি কোন তথ্য জানার থাকে সেগুলো জানতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে।

স্কচব্রাইট তৈরীর ব্যবসায়ীক যন্ত্রপাতি

এই ব্যবসাটি শুরু করার জন্য বিশেষ কোনও যন্ত্রপাতির প্রয়োজন নেই । শুধু পাউচগুলো সিল করার জন্য একটি সিলিং মেশিনের প্রয়োজন যার দাম ২০০০ টাকার কাছাকাছি ।

কেউ যদি বড় আকারে ব্যবসাটি করতে চান, অবশ্যই তার কিছু মেশিনের প্রয়োজন পড়বে । যেমন, স্ক্রাবপ্যাডগুলো কাটার জন্য কাটিং মেশিন ও প্যাকেজিং এর জন্য অটোমেটিক প্যাকিং মেশিন ।

স্কচব্রাইট তৈরি ব্যবসার প্রয়োজনীয় জায়গা

স্কচব্রাইট ব্যবসাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর জন্য বেশি পরিমাণে জায়গার প্রয়োজন হয়না । আপনি ঘর থেকেও শুরু করতে পারেন অথবা ভাড়াতে 150 থেকে 200 বর্গফুট  মাপের একটি ঘর নিয়েও ব্যবসাটি শুরু করতে পারেন।

তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে, আপনার কাছে কাঁচামাল সামগ্রী রাখার জায়গা, তার সাথে সাথে তৈরি হয়ে যাওয়া স্কচব্রাইট গুলিকে স্টোর করে রাখার জন্যও জায়গা প্রয়োজন। সেইদিকে লক্ষ্য করলে যদি প্রয়োজন হয় ঘরটা একটু বড় নিতে হতে পারে। এটা অনেকটাই নিরভর করবে আপনার ম্যানেজমেন্টের উপর। উপযুক্তভাবে ঘরটি গুছিয়ে রাখার  দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে।

স্কচব্রাইট (Scotch Bright Business) তৈরির প্রক্রিয়া

স্কচব্রাইট তৈরির বিশেষ কোনও প্রক্রিয়া বলে কিছুই নেই। দুটো কাজ আপনাকে করতে হবে, তাতেই স্কচব্রাইট তৈরি (Scotch Bright Business) । নিচে সে কাজ দুটো আলোচনা করলামঃ-

১) স্ক্রাবপ্যাড গুলো যদি পিস করা না থাকে, আপনি প্রথমে পিস পিস করে কেটে নিন। আর পিস করা মাল কিনে আনেন তাহলে এ কাজটা আপনাকে করতে হবে না।

তবে কেউ যদি বড় আকারে ব্যবসাটি করতে চায়, তাহলে অবশ্যই বলবো কাটিং করার জন্য একটি কাটিং মেশিন কিনতে হবে। তাতে অল্প সময়ে অনেক মাল কাটতে পারবেন ও উৎপাদন বৃদ্ধি করতে পারবেন।

২) পিস পিস স্ক্রাবপ্যাড গুলো প্লাস্টিক পাউচে ভরে সিলিং মেশিন দিয়ে সিল করতে হবে। ব্যাস, আপনার স্কচব্রাইট বিক্রির জন্য রেডি।

এখানেও একটা কথা বলে রাখা ভালো, যারা বড় আকারে ব্যবসাটি করতে চান, তাদের কিছু পুঁজি বিনিয়োগ করতেই হবে। একটা অটোমেটিক প্যাকেজিং মেশিন কিনে নেবেন। তাতে সহজেই অল্প সময়ে প্রচুর প্যাকেট করা হয়ে যাবে। প্রোডাকশন অনেকগুণ বেড়ে যাবে।

How Easy Scotch Bright Business in Bengali 2022. স্কচব্রাইট তৈরির ব্যবসা
Scotch Bright Business in Bengali

স্কচব্রাইট ব্যবসার মোট খরচ

খরচ নির্ভর করবে আপনার দৃষ্টিভঙ্গির উপর। ইনকাম বেশি চাইলে পুঁজি বেশি লাগাতে হবে সবার জানা। পুঁজিকে দুই ভাগে ভাগ করা যায়ঃ-

READ MORE   How Easy Batasa Making Business in Bengali 2022. বাতাসা তৈরির ব্যবসা

স্কচব্রাইট তৈরির কার্যকরী মূলধন

a) গ্রিন স্ক্রাবপ্যাড (দামঃ ২-২.৫ টাকা প্রতি পিস)

b) প্লাস্টিক পাউচ (দামঃ ০.৪-০.৫ টাকা প্রতি পিস)

আপনার পুঁজি কম থাকলে অবশ্যই ছোট করে শুরু করবেন। ছোট স্তরে আপনি 15 থেকে 20 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন। ব্যবসার উন্নতি দেখে বড় করে করতে চাইলে, সরকারী লোণ নিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে, কাগজপত্র ধাপে ধাপে তৈরি করে ফেলবেন। তাতে লোণ পেতে সুবিধা হবে।

স্কচব্রাইট তৈরির স্থায়ী মূলধন

a) সিলিং মেশিন (দামঃ ২০০০ টাকার কাছাকাছি)

b) কাটিং মেশিন যার (দামঃ ৩০০০০-৪০০০০ টাকার কাছাকাছি)

বড় স্তরে আপনি এই ব্যবসাটি (Scotch Bright Business) শুরু করতে চাইলে করতেই পারেন। সেক্ষেত্রে, ২.৫ থেকে ৩ লাখ টাকা নিয়ে শুরু করতে পারেন। তবে আমরা বলবো, শুরুতে বেশি টাকা ইনভেস্ট না করাই ভালো। ছোট আকারে শুরু করে, তার সাথে সাথে ব্যবসাটিকে আগে নিয়ে যাওয়ার জন্য ধাপে ধাপে বিনিয়োগ করবে। এতে আপনার পুঁজির নিশ্চয়তা বেশি থাকবে।

স্কচব্রাইট তৈরির ক্ষেত্রে সাবধানতা

স্কচব্রাইট তৈরিতে তেমন কোনও সাবধানতার প্রয়োজন নেই । এটা কোনও রিস্কের কাজ নয় । সবাই করতে পারবে । কোনও দক্ষতার দরকার হয় না । কাজেই নিরাপদ কাজের জন্য লেবার পেতেও সমস্যা হবে না ।

স্কচব্রাইট প্যাকেজিং

স্কচব্রাইট তৈরির সর্বশেষ প্রক্রিয়া হল প্যাকেজিং। আর প্যাকেজিং হল আপনার প্রোডাক্টের পরিচয় । কাজেই প্যাকেজিং আকর্ষণীয় হওয়া প্রয়োজন । আপনি দুভাবে প্যাকেজিং করতে পারেনঃ

১) আপনার কোম্পানির নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে কাগজের স্টিকার বানিয়ে নেবেন । তারপর, সাধারন প্লাস্টিকের সাদা পাউচ কিনে স্কচব্রাইটগুলো তাতে ভরে দেবেন। সবশেষে, স্টিকার গুলো পাউচের গায়ে লাগিয়ে দেবেন । আপনার প্যাকেজিং শেষ ।

২) আপনার কোম্পানির নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে প্লাস্টিকের পাউচ ছাপিয়ে নিতে পারেন । এমন প্যাকেটে স্কচব্রাইটগুলো (Scotch Bright Business) ভরলে তার গুরুত্ব বৃদ্ধি পায় ও আকর্ষণীয় হয় । প্যাকেজিং সুন্দর হলে পন্যের জনপ্রিয়তা বেড়ে যায় ।

স্কচব্রাইট ব্যবসার  লাইসেন্স ও নিবন্ধন

যে কোনও উৎপাদন মূলক ব্যবসার ক্ষেত্রে কিছু কাগজ পত্র আপনাকে তৈরি করে নিতে হয় । এতে ব্যবসার ভালো হয়ে থাকে । ভবিষ্যতে কোনও আইনি ঝামেলা বা আর্থিক প্রয়োজন সব ক্ষেত্রেই বৈধ কাগজের দরকার । তাই আপনাকে সে সব কাগজ তৈরি করে নেওয়াই ভালোঃ

1. স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি ট্রেড লাইসেন্স তৈরি করে নেবেন। পঞ্চায়েত এলাকায় প্রধান এবং পৌরসভা এলাকায় কাউন্সিলর ট্রেড লাইসেন্স দিয়ে থাকে।

2. আপনার ব্যবসার নিবন্ধন করাও আবশ্যক। আপনি SSI ইউনিট হিসাবে আপনার ব্যবসার নিবন্ধন করতে পারেন।অনলাইনেও করা যাবে। এই নিবন্ধনের মাধ্যমে সরকারের কাছে আপনার ব্যবসার নাম নথিভুক্ত হয়ে থাকলো ।

3. অবশ্যই জিএসটি নথিভুক্তির জন্য আবেদন করতে হবে (Scotch Bright Business)। কোনও ল ফার্ম বা কোনও সিএ ফার্মে যেতে হবে । তারাই আপনার চাহিদা মতো জিএসটি তৈরি করে দেবে ।

4. কোম্পানীর নাম দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট আর একটি প্যান নম্বরও তৈরি করতে হবে। এ সবই আপনার সুবিধার জন্য করতে হবে ।

স্কচব্রাইট তৈরি ব্যবসার মার্কেটিং

যেকোনো ব্যবসাতে (Scotch Bright Business) মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেটিং এর উপরেই নির্ভর করবে ব্যবসাটির প্রসার, জনপ্রিয়তা ও মুনাফা। মনে রাখবেন, মার্কেটিং যতো ভাল হবে, আপনার ব্যবসার প্রসারও ততো ভাল হবে ।

পোস্টার বা সাইনবোর্ডের মাধ্যমে

আপি আপনার কোম্পানির নাম দিয়ে সুন্দর আকর্ষণীয় পোস্টার  অথবা সাইনবোর্ড তৈরি করে আপনার এলাকায় বিভিন্ন জায়গায় খাটিয়ে দিয়ে প্রচার করতে পারেন। এর মাধ্যমে বহু মানুষের কাছে আপনার Scotch Bright Business in Bengali নাম চলে যাবে এবং আপনার তৈরি করা স্কচব্রাইট সম্পর্কে তারা জানতে পারবে। অবশ্যই তাদের মধ্যে কিছু লোক তো আপনার গ্রাহক হতেই পারে।

READ MORE   Easy Hand Wash Making Business in bengali 2022. হ্যান্ডওয়াশ তৈরির ব্যবসা

অনলাইনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং

যদি আপনার স্কচব্রাইট গুলিকে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চান,  তাহলে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সাইটগুলোতে নাম রেজিস্ট্রেশন করে মার্কেটিং করতে পারেন। আপনার নিজস্ব পোর্টালের মাধ্যমেও অনলাইনে স্টোর করতে পারেন। সেখানে স্কচব্রাইটগুলোর (Scotch Bright Business) আকর্ষণীয় ছবি রেখে দিন, তা দেখে গ্রাহক অনলাইনের মাধ্যমে কেনার আগ্রহ পাবেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং

আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি সবচেয়ে শক্তিশালী প্লাটফর্ম। যেখানে যে কোন ব্যবসার প্রচার করা যায়। আপনার Scotch Bright Business অনলাইন লিংক শেয়ার করে ও গ্রাহকদের আপনার ব্যবসার প্রতি আকর্ষিত করতে পারেন।

ডাইরেক্ট সেলিং

আপনি আপনার এলাকায় বিভিন্ন বাজারে মুদীখানা দোকানে, ষ্টেশনারী দোকানে ফেস টু ফেস সেলিং করতে পারেন। প্রয়োজনে দুজন সেলসম্যান রেখে কমিশন ভিত্তিতে অথবা পাইকারি বিক্রি করতে পারেন।

স্কচব্রাইটের (Scotch Brite) চাহিদা যথেষ্ট। কাজেই আপনার ব্যবসা তড়তড় করে এগিয়ে যাবে সন্দেহ নেই।

স্কচব্রাইট ব্যবসার ক্ষেত্রে লাভের হিসাব

How Easy Scotch Bright Business in Bengali 2022. স্কচব্রাইট তৈরির ব্যবসা
Scotch Bright Business in Bengali

স্কচব্রাইট (Scotch Brite) ব্যবসাতে অন্য ব্যবসার তুলনায় কম ইনভেস্টমেন্টে, বেশি লাভ পাওয়া যায়। বাজারে প্রচলিত দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করতে হবে। প্রয়োজনে আপনাকে সামান্য কম দামে অর্থাৎ কম লাভ রেখে Scotch Bright বিক্রি করতে হবে। তবে আপনি মার্কেটিং ভালো করতে পারবেন এবং কাস্টমার পাবেন অনেক।

এই ব্যবসাতে লাভের মার্জিন প্রায় 50 – 60 শতাংশ। ছোট স্তর থেকে যদি শুরু করেন তাহলেও প্রতি মাসে আপনি কম করে 30 থেকে 40 হাজার টাকা উপার্জন করতে পারবেন। বড় আকারের করলে, মেশিন কিনে আপনি খুব ভালোভাবেই স্কচব্রাইট (Scotch Brite) তৈরি করে মার্কেটে সাপ্লাই দিতে পারেন। তাহলে এটা হাজার নয় প্রতিমাসে আপনি কয়েক লাখ টাকা উপার্জন করতে পারবেন।

Frequently Asked Questions

স্কচব্রাইট (Scotch Brite) আসলে কি ?

ANS : স্কচব্রাইট (Scotch Brite) আসলে বাসন মাজার ছোবড়া । আগেকার দিনে বাসন মাজার জন্য নারকেলের বা কলাগাছের ছোবড়া ব্যবহার করা হতো । কিন্তু বর্তমানে সে সবের বদলে স্কচব্রাইট ব্যবহার করা হয় ।

স্কচব্রাইটের চাহিদা কেমন ?

ANS : এ প্রশ্নের উত্তর দেওয়ার দরকার হয় না । কারন, নিজে চিন্তা করলেই পাওয়া যায় । প্রত্যেক ঘরে প্রতিদিন স্কচব্রাইটের ব্যবহার আছে । সুতরাং, এর চাহিদা প্রচুর এবং এই চাহিদার কমতি কখনো হবে না ।

স্কচব্রাইট (Scotch Brite) তৈরি না প্যাকেজিং কোনটাতে লাভ বেশী ?

ANS : এখানে যে ব্যবসার বিবরণ দেওয়া হল, তা আসলে প্যাকেজিং । স্কচব্রাইট তৈরিও করা যায়, কিন্তু সেটি বিশাল আকারের প্রজেক্ট হয় ও অনেক পুঁজির প্রয়োজন । তাই সাধারনের কথা ভেবে সামান্য পুঁজি দিয়ে প্যাকেজিং এর ব্যবসা মন্দ নয় এবং এর থেকে যথেষ্ট ইনকামও করা যায় ।

স্কচব্রাইট তৈরি করতে কেমন পুঁজি লাগে ?

ANS : সামান্য পুঁজি । যে কেউ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারে ।

স্কচব্রাইট ব্যবসায় জায়গা লাগে কেমন ?

ANS : কোনও জায়গার প্রয়োজন নেই । আপনি যে ঘরে বাস করেন সেখানেই এই ব্যবসা করতে পারেন । যদি আপনার কাছে একটি ছোট্ট ঘর ১০ / ১২ মাপের সহজলভ্য হয়, তাহলে সেখানেই ব্যবসাটি শুরু করা যাবে ।

স্কচব্রাইট ব্যবসায় কি কি মেশিন লাগে ?

ANS : প্রথমে কোনও মেশিনের প্রয়োজন নেই । ম্যানুয়ালি সব কিছু করে ব্যবসাটি আরম্ভ করতে পারেন । ব্যবসাটি বুঝে নিয়ে তবেই মেশিনের কথা ভাবনা চিন্তা করবেন ।

স্কচব্রাইট ব্যবসায় কোনও ট্রেনিঙের প্রয়োজন আছে কি ?

ANS : কোনও ট্রেনিং লাগে না । শুধু মাত্র কাজটি বুঝে নেওয়ার জন্য একদিনে কয়েক ঘণ্টার একটি ছোট্ট ট্রেনিং অল্প পয়সা খরচ করে নিলেই চলবে ।

কারা স্কচব্রাইটের ব্যবসাটি করতে পারবে ?

ANS : সবাই করতে পারবে । শুধু মাত্র দরকার উৎসাহ ও মনের চাহিদা । যেকোনো বেকার ছেলের কাছে এই রকম অল্প পুঁজি দিয়ে ব্যবসার প্ল্যান আকর্ষণীয় ।

কোন এলাকায় স্কচব্রাইটের ব্যবসা ভালো চলবে ?

ANS : শহর বা গ্রাম সব এলাকায় এই ব্যবসা ভালো চলবে । আগে হয়তো গ্রামের মানুষের মধ্যে বিলাসিতা কম ছিল । কিন্তু বর্তমানে গ্রামের মানুষ কম যায় না । তারাও সৌখিনতাকে কদর করে । ফলে শহরের পাশাপাশি গ্রামেও এখন স্কচব্রাইটের চাহিদা বেড়েই চলেছে ।

স্কচব্রাইট ব্যবসায় যোগাযোগের কি ঠিকানা দিলে উপকার হয় ?

ANS : স্কচব্রাইট ব্যবসাতে আপনার উন্নতির জন্য আগাম শুভেচ্ছা রইলো। আপনাদের সুবিধার্থে আরও বিশদে জানা বা ট্রেনিং এর জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে পারেনঃ
1. For Scrubpad-
SR Soap Works, Narkeldanga, Kolkata. Ph: 8048938377 and
Swift Brite Industries, Barabazar, Kolkata. Ph: 8047025366
2. For Pauch packet-
PP Printing, Kolkata. Ph: 8048568900
Creation Graphics, Kolkata. Ph: 8048008050

আজ আমরা স্কচব্রাইট তৈরির ব্যবসা সম্পর্কে আলোচনা করলাম । লেখাটি পড়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করবেন । ভবিষ্যতে এই ধরনের আরও ভালো ভালো ব্যবসার তথ্য পেতে আমাদের পেজে অবশ্যই ভিজিট করবেন । আমাদের তথ্য থেকে সমৃদ্ধ হয়ে ব্যবসা শুরু করুন, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুন । ধন্যবাদ ।

সুপ্রিয় বন্ধুরা, আমি কিংশুক দেবনাথ (Kingshuk Debnath), এই সাইটের রূপকার ও প্রতিষ্ঠাতা (Creator & Founder) । আমি একজন লেখকও বটে । আমি বিভিন্ন প্রকারের ব্যবসা, চাষআবাদ, পেশা সম্পর্কে সব তথ্য ও তত্ত্ব তুলে ধরতে চাই । শুধু তাই নয়, অনেক নতুন ধারনা যা আপনারা ভাবেন নি বা দেখেন নি সেই সবও । আমি চাই, নতুন প্রজন্ম এবং বেকার কর্মসন্ধানী মানুষেরা নিয়মিত আমার সাইটে নজর রাখুন এবং আকর্ষণীয় ধারনাগুলি দেখে উদ্বুদ্ধ হয়ে জীবনে প্রতিষ্ঠা করুন...

Leave a Comment