Table of Contents
Income from Facebook ফেসবুক থেকে অর্থ উপার্জন
আজ আমরা আলোচনা করবো Make Money on Facebook সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক । বর্তমান সময়ে দাঁড়িয়ে ফেসবুক ব্যবহার করে না এরকম মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে ।
ফেসবুক এতটাই জনপ্রিয় যে, বর্তমানে সমগ্র বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 2.2 বিলিয়ন, আর এই সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে । সাধারণত ফেসবুক আমরা ব্যবহার করে থাকি একে অপরের সাথে যোগাযোগ রাখার জন্য, বিভিন্ন প্রকার ছবি, ভিডিও ইত্যাদি পোস্ট করতে এবং অন্যের পোস্ট করা ছবি, ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত জানাতে আর বিভিন্ন আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে ।
আপনি শুনলে আরো অবাক হবেন যে, প্রতি এক সেকেন্ডে গড়ে ৫ টি নতুন ফেসবুক একাউন্ট তৈরি হয়ে থাকে । এই পুরো কাজটি নিয়ন্ত্রণকরার জন্য ফেসবুকের ৪৪,৪৯২ জন বিশেষজ্ঞ প্রতিদিন কাজ করে থাকে ।
কিন্তু আমরা অনেকেই জানি না যে, এই ফেসবুককে কাজে লাগিয়ে কিছু মানুষ অনলাইনে Make Money on Facebook লক্ষাধিক টাকা আয় করে চলেছে । ফেসবুককে কিভাবে ব্যবহার করলে আমরা বিনোদন ছাড়াও এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারব, তা আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন তাহলে বুঝতে পারবেন ।
ফেসবুক থেকে অর্থ উপার্জনের সুযোগ
(Make Money on Facebook)
ফেসবুক একটি বিশাল বড় প্ল্যাটফর্ম । এই বিশাল প্ল্যাটফর্মকে উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারলে নিশ্চয়ই প্রচুর অর্থ উপার্জন করা যেতে পারেঃ
১) ফেসবুকের সাহায্যে আপনি অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন । প্রচুর মানুষের কাছে নিজের বক্তব্যকে তুলে ধরতে পারবেন । এতে অবশ্যই আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়বে ।
২) ফেসবুকে (Facebook) বিভিন্ন উপায় রয়েছে অর্থ উপার্জন করার । আপনাকে ধৈর্য সহকারে সেই সব উপায় গুলি অবলম্বন করতে হবে । আপনার কাস্টমারের পরিধি কয়েকগুণ বেড়ে যাবে । আপনি লাভবান হবেন ।
৩) ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ব্যবসা অথবা সার্ভিসের পরিচিতি একটা বিরাট অঙ্কের মানুষের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারবেন । আপনার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়তে থাকবে । আপনি প্রকৃত অর্থে একজন ব্র্যান্ড হয়ে উঠবেন ।
ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারে কারা
ফেসবুক থেকে অর্থ উপার্জন (Make Money on Facebook) ব্যাপারে অনেকের মনে দ্বিধা থাকতে পারে । কিন্তু সত্যি কথা হল, ফেসবুক থেকে যে কেউ অর্থ উপার্জন করতে পারে । তার মধ্যেও কিছু বিষয় আছে, যেমনঃ
১) প্রাথমিক ভাবে দরকার, শুধু একটি ফেসবুক অ্যাকাউন্ট । যদি আপনার ফেসবুকে অ্যাকাউন্ট না থাকে, তবে সেটা বানিয়ে নিতে হবে ।
২) Make Money on Facebook ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা একেবারেই সহজ তাদের জন্য, যারা অনেক পুরনো মানে অনেক আগে থেকে ফেসবুক ইউজ করে এবং যাদের ফেসবুকে গ্রুপ এবং পেজ আছে আর সেখানে অনেক পরিমাণের ফলোয়ার আছে । শুধু তাদের জন্য ফেসবুক থেকে ইনকাম করাটা খুবই সহজ ।কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়?
৩) তার কারণ, যখন তারা ফেসবুকে কোন পোস্ট করে তার মধ্যে অনেকগুলো কমেন্ট আসে এবং লাইক আসে তারপর তাদের পোস্ট অনেক শেয়ার হয় । সে কারণে অনেক মানুষের কাছে পৌঁছায় । এটাই মূল কারণ ।
৪) শুধুমাত্র ফেসবুক বলে কথা না, আপনি অনলাইনে যে কোন প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান এবং সে প্লাটফর্মে আপনার ইউজার যদি বেশি থাকে তাহলে আপনার চান্স একটু বেড়ে যায় ইনকাম করার ।
৫) সে কারণে আপনি যদি নতুন হন ও ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার উচিত হবে বেশি করে ভিজিটর আপনার পেজে নিয়ে আসা । যাতে করে আপনার একটা পোস্ট করার সাথে সাথে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, লাইক হয় ও শেয়ার হয় । কিভাবে Make Money on Facebook ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়?
৬) একটা কথা মনে রাখবেন আপনি যদি ফেসবুক অথবা অনলাইন যে কোন প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অডিয়েন্স টার্গেট করে টাকা ইনকাম করতে হবে ।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ফেসবুক থেকে অর্থ উপার্জন করা যায়। আমরা আপনাকে পাঁচটি পদ্ধতি দেখাবো যার দ্বারা আপনি ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এই পদ্ধতিগুলির মধ্যে যে কোন একটি পদ্ধতি বেছে নিতে পারেন ও প্রচুর অর্থ উপার্জন করতে পারেনঃ
Facebook Marketplace
আপনি যদি Make Money on Facebook করতে চান তাহলে ফেইসবুক মারকেটপ্লেস হবে সবথেকে সহজ উপায়। ফেসবুক ব্যবহার করার সময় নিশ্চয়ই দেখে থাকবেন যে ফেসবুকের একটি নির্দিষ্ট অংশে ফেইসবুক মারকেটপ্লেস বলে একটা অংশ রয়েছে । সেখানে আপনি খুব সহজেই আপনার লোকেশন কে চিহ্নিত করে আপনার পণ্যকে ফেসবুকে উপস্থিত সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
আপনি যদি কোনো পণ্য ফেসবুক মার্কেটপ্লেসের দ্বারা বিক্রি করতে চান তাহলে নিচে দেওয়া টিপসগুলোকে ভালোভাবে লক্ষ্য করুন-
১) প্রথমেই আপনি যে দ্রব্য বা পণ্য বিক্রি করতে চান তার একটি ভালো কোয়ালিটির স্পষ্ট ছবি আপলোড করতে হবে ।
২) তারপর সেই পণ্যটির বিবরণ ভালোভাবে দিতে হবে অর্থাৎ দ্রব্যটি কী অবস্থায় রয়েছে, তার মডেল নাম্বার ইত্যাদি ইত্যাদি যাতে ক্রেতা দ্রব্যটি সম্পর্কে পরিষ্কার ধারনা পেতে পারে ।
৩) তারপর আপনি নিশ্চিত করুন, যে দ্রব্যটি বিক্রি করছেন তার যে মূল্য নির্দিষ্ট করেছেন সেটা যেন ক্রেতাদের কাছে ন্যায্য মূল্য মনে হয় । মূল্য অধিক হলে ক্রেতারা ক্রয় করার আগ্রহ দেখাবে না ।
৪) অনেক সময় কোনো ক্রেতা আপনার দ্রব্যটি কে ক্রয় করতে চাইলে তখন দ্রব্যটির দাম কমানোর জন্য অনুরোধ করে । যদি আপনি দ্রব্যটির দাম ন্যায্যমূল্য করে থাকেন, তাহলে কোনোভাবেই সেই দ্রব্যটির মূল্য কমাবেন না । কমাতে গেলে বিপরীত প্রভাব পড়তে পারে ।
উপরোক্ত কথাগুলো আপনি যদি মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় না যে আপনি কোন দ্রব্য বিক্রি করার সময় ক্ষতির মুখোমুখি হবেন।
Facebook as Traffic Driver
ফেসবুকের একটি দুর্দান্ত অ্যালগোরিদম রয়েছে, যা হলো আপনি অনলাইনে যেখানেই যান আর যেটাই সার্চ করুন, ফেসবুক সেই সংক্রান্ত জিনিসই আপনাকে দেখাবে । অর্থাৎ আপনি যেগুলো পছন্দ করেন সেই প্রকার জিনিসই আপনার সামনে ফেসবুক তুলে ধরবে ।
আপনি যদি ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনি ফেসবুকের এই অ্যালগরিদম টিকে কাজে লাগাতে পারেনঃ
১) এর জন্য আপনাকে আপনার প্রোডাক্টের ফেসবুক অ্যাড চালাতে হবে । সেই অ্যাডগুলো তাদের কাছেই যাবে যারা সেই সংক্রান্ত জিনিস বা পন্য পছন্দ করে এবং বারবার সার্চ করে । অর্থাৎ আপনার দ্রব্য বা সার্ভিস বিক্রি করার জন্য এটি একটি দুর্দান্ত উপায়।
২) আপনি এটার জন্য একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং সেটার অ্যাড ফেসবুকে চালাবেন । যদি কোন ব্যক্তি আপনার সেই অ্যাডে ক্লিক করে, তাহলে সেই ব্যক্তি ডিরেক্ট আপনার ওয়েবসাইট বা আপনার ল্যান্ডিং পেজে এসে পৌঁছাবে এবং আপনার দেওয়া দ্রব্য বা সার্ভিস কে দেখতে পারবে । পছন্দ হলে সঙ্গে সঙ্গে ক্রয় করবে ।
৩) আপনার দেওয়া লিংকে যত বেশি মানুষ ক্লিক করবে তত বেশি ট্রাফিক হবে আপনার প্রোডাক্টের ওয়েবসাইটে অর্থাৎ আপনার প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা ততটাই বাড়তে থাকবে ।
Facebook Fan Page
একটি ফেসবুক ফ্যান পেজ থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। যদি আপনি ফেসবুক ফ্যান পেজ থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে নিচের ধাপ গুলো সঠিকভাবে অনুসরণ করতে হবেঃ
১) ফ্যান পেজ তৈরি করুনঃ ফেসবুকে একটি ফ্যান পেজ তৈরি করুন । মাথায় রাখতে হবে, এর থেকে আপনি অর্থ উপার্জন করতে চান । তাই আপনাকে এমন একটি বিষয় বেছে নিতে হবে যে, যে বিষয়টি আপনার পছন্দের এবং যেটিতে আপনি অভিজ্ঞ । কারণ অভিজ্ঞ বা পছন্দের বিষয় না হলে বেশি দিন ধরে রাখতে পারবেন না ।
২) উন্নত মানের কনটেন্ট প্রদান করুনঃ আপনার ফ্যান পেজে এমন কিছু বিষয় নিয়ে লিখুন যেটা ইউনিক হবে এবং যার দ্বারা ফেসবুক ব্যবহারকারীরা আকৃষ্ট হয়ে আপনার পেজের সাথে যুক্ত থাকবে । যদি আপনি আপনার ফ্যান পেজে ভালো সংখ্যক ফলোয়ার এবং লাইক জড়ো করতে পারেন তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন ।
৩) একটি ওয়েবসাইট তৈরি করুনঃ আপনার পেজে যখন ভালো সংখ্যক ফলোয়ার এবং লাইক থাকবে, তখন আপনি আপনার পেজ সম্পর্কিত একটি ওয়েবসাইট তৈরি করুন ।
৪) ফেসবুক ট্রাফিক ড্রাইভারঃ ওয়েবসাইট তৈরি করা হয়ে গেলে আপনার ফ্যান পেজে যা কিছু লেখালেখি করতেন সেগুলোই ওয়েবসাইটে লিখুন এবং তার লিংক ফেসবুক ফ্যান পেজে শেয়ার করুন । যদি আপনার ফলোয়ার সেই বিষয়টি পছন্দ করে তাহলে সেই ফ্যানপেজ থেকে তারা আপনার ওয়েবসাইটে গিয়ে পৌঁছবে এবং যেখান থেকে আপনি গুগল এডসেন্স অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট সেল করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।
Facebook Affiliate Marketing
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং(affiliate marketing) সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আমি সংক্ষেপে বলে, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি মাধ্যম যার দ্বারা শুধুমাত্র অন্যের প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন ।
যদি আপনার শেয়ার করা রেফারেল লিংক থেকে কেউ কোনও প্রোডাক্ট ক্রয় করে, তাহলে সেখান থেকে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন । প্রশ্ন হচ্ছে, ফেসবুক থেকে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা অর্থ উপার্জন করা যায় ? ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দ্বারা Make Money on Facebook অর্থ উপার্জন করতে হলেঃ
১) প্রথমেই আপনাকে আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল-এর মতন নামীদামী অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট করতে হবে ।
২) তারপর ঐ ডিজিটাল মার্কেটপ্লেস গুলোর প্রোডাক্ট হতে আপনার পছন্দমত বিভিন্ন প্রোডাক্ট বেছে সেই পন্যের রেফারাল লিঙ্ক তৈরি করে সেটি ফেসবুক পেজে শেয়ার করতে হবে ।
৩) আপনার ফেসবুক বন্ধুদেরকে প্রোডাক্ট এর গুনাগুন ও বিবরণ জানাতে হবে । সুন্দর করে ভালো ভালো কথা লিখে তাদেরকে আকৃষ্ট করতে হবে ।
৪) যদি তারা আপনার প্রমোট করা প্রোডাক্টের বিবরণ পড়ে আকৃষ্ট হয় এবং সেই লিঙ্ক থেকে ওই পণ্যটি ক্রয় করে তাহলে আপনি সেখান থেকে কমিশন ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারবেন ।
৫) এভাবে আপনি যত বেশি প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন তত বেশি টাকা আয় করতে পারবেন । সাধারণত ফেসবুকে যাদের প্রচুর পরিমানে ফলোয়ার আছে, তাদের পক্ষে এই কাজটি খুব সহজ হয়ে থাকে ।
Facebook AdSense
আপনি যদি ভিডিও বানাতে সক্ষম হন, তাহলে আপনার তৈরি ভিডিওগুলো কাজে লাগিয়ে Income from Facebook Videos থেকে আয় করতে পারবেনঃ
১) সম্প্রতি ইউটিউব-এর মত ফেসবুকে ভিডিও আপলোড করে ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ফেসবুক থেকে আয় করা সম্ভব ।
২) Make Money on Facebook ফেসবুক থেকে আয় করার এই নতুন পদ্ধতিকে বলা হয় ফেসবুক ভিডিও মনেটাইজেসন (Facebook Video Monetization বা In-Stream Ads) ।
৩) এই In-Stream Ads বা Video Monetization এর কিছু যোগ্যতা শর্ত রয়েছে । সেগুলো হলঃ এক, আপনার ফেসবুক পেজে 30 হাজারেরও বেশি ফলোয়ার থাকতে হবে । দুই, আপনার ফেসবুক পেজে দুই মাসের মধ্যে 30 হাজারের উপরে ভিউজ হতে হবে । তিন, ভিডিও গুলো 3 মিনিটের উপরে হতে হবে এবং চার, আপনার ভিডিওগুলো কপিরাইট ফ্রি হতে হবে ।
৪) সেই যোগ্যতা শর্ত গুলো পুরন হলেই ফেসবুক পেজে আপনি অ্যাডসেন্স চালু করতে পারবেন, যাকে বলে মনেটাইজেসন । মনেটাইজেসন হয়ে গেলেই Make Money on Facebook আপনি ফেসবুক থেকে টাকা আয় করা শুরু করবেন ।
৫) তবে আপনি চাইলে ভিডিও নিজে থেকে বানাতে পারেন অথবা বিভিন্ন সাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও এবং অডিও ফাইল ডাউনলোড করে এডিটিং করে আপলোড করতে পারেন । সে ক্ষেত্রে কোনো প্রবলেম নেই ।
Like and share on Facebook
আপনার কাছে যখন খুব জনপ্রিয় একটি ফেসবুক পেজ থাকবে এবং আপনার পেজে প্রচুর পরিমানে ফলোয়ার থাকবে, তখনঃ
১) বিভিন্ন অনলাইন মার্কেটার আপনাকে তাদের পেজে লাইক ও ট্রাফিক বাড়িয়ে দেওয়ার জন্য কিংবা বিভিন্ন ওয়েবসাইট পোস্ট শেয়ার করে সেটা প্রচুর মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য অফার করবে ।
২) আপনি তাদের নিকট হতে নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে তাদের ফেসবুক পেজ শেয়ার করার মাধ্যমে ক্লায়েন্টের নিকট থেকে Make Money on Facebook টাকা আয় করতে পারবেন ।
৩) সাধারণত বিভিন্ন অনলাইন মার্কেটারগণ প্রতি ১০০০ লাইকের বিনিময়ে ৫০০-৭০০ টাকা নিয়ে থাকে । যাদের ফেসবুক পেজে প্রচুর পরিমানে ফলোয়ার আছে, তাদের ক্ষেত্রে ১০০০ লাইক পাইয়ে দেওয়া মাত্র ৫ মিনিটের কাজ ।
Earn From Instant Articles
Make Money on Facebook ফেসবুক থেকে ইনকাম করার আর একটি বিশেষ পদ্ধতি হল ইনস্ট্যান্ট আর্টিকেল । সেক্ষেত্রে ইনকাম করতে হলে আপনাকে নিচের ধাপে ধাপে এগোতে হবেঃ
১) আপনার যদি পুরনো ওয়েবসাইট মানে ব্লগ থাকে এবং সেখানে যদি আপনার আর্টিকেল থাকে সেগুলো আপনার ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে হবে অথবা আপনার নতুন করে আর্টিকেল লিখতে হবে ।
২) এখানে কিছু কন্ডিশন আছেঃ প্রথমত, আপনার ফেসবুক পেজ 90 দিনের পুরনো হতে হবে । দ্বিতীয়ত, যে ওয়েবসাইটে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য অ্যাপ্রুভাল নিতে চান, সে ওয়েবসাইটে আপনার কমপক্ষে দশ বা তার বেশি আর্টিকেল থাকতে হবে । তাহলে ফেসবুক খুব সহজে আপনাকে ইনস্ট্যান্ট আর্টিকেলের অ্যাপ্রুভাল দিয়ে দিবে । Make Money on Facebook ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়
৩) এখন প্রশ্ন হল, ফেসবুক পেজে ইনস্ট্যান্ট আর্টিকেলের অ্যাপ্রুভাল পাওয়ার পরে ইনকাম কিভাবে হবে ? তার উত্তর হলো গুগল অ্যাডসেন্স । আপনার ওয়েব সাইটে এড শো করে ।
৪) ফেসবুক একই কাজ আপনার ফেসবুক পেজে করবে । মানে আপনার ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে ফেসবুক এড শো করাবে এবং সেখান থেকে আপনার টাকা ইনকাম হবে ।
৫) চেষ্টা করবেন আপনার আর্টিকেল গুলো কপিরাইট ফ্রি লেখার জন্য এবং আপনার আর্টিকেলের মধ্যে যদি কোন ভিডিও অথবা ইমেজ ব্যবহার করেন, সেটাও কপিরাইট ফ্রি ব্যবহার করার চেষ্টা করবেন । এটা করলে আপনার কপিরাইট স্ট্রাইক আসবে না এবং আপনার ইনকামে কোনও বাধা পড়বে না ।
উপরে দেওয়া পদ্ধতি গুলির দ্বারা আপনি Make Money on Facebook ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন যদি এই পদ্ধতি গুলি ছাড়াও আপনি অন্য কোন পদ্ধতি সম্পর্কে জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান আমরা খুব শীঘ্রই আপডেট করে দিব ।
ফেসবুক থেকে কি পরিমানে আয় করা যায়
এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ! বর্তমানে প্রায় সব জায়গায় শোনা যায় ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অথবা ফেসবুক থেকে টাকা ইনকাম করুন । তবে এই বিষয়ে বলতে গেলে বলা যায়,
১) ফেসবুক থেকে মাসে হাজার হাজার ডলার অর্থাৎ লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা অবশ্যই সত্যি । সেক্ষেত্রে ওই ব্যাক্তির প্রচুর ফ্যান ফলোয়ার ফ্রেন্ড থাকতে হবে এবং মার্কেটিং বিষয়ে দক্ষ হতে হবে ।
২) সবাই মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে এমনটা নয় । আশা করা যায় মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করে সন্তোষজনক টাকা ইনকাম করতে পারবে এবং এ বিষয়ে কারো কোনও সন্দেহ থাকার কথা নয় ।
৩) ইনকামের গ্যারান্টি থাকলেও, কে কতো টাকা ইনকাম করবে তার কোনও গ্যারান্টি দেওয়া যায় না । আসলে ইনকাম নির্ভর করবে যার যার দক্ষতা, অভিজ্ঞতা, প্রচেষ্টা, আগ্রহ ও পরিশ্রমের উপর ।
ফেসবুক থেকে ইনকাম করার ক্ষেত্রে মনে রাখার কিছু কথা
১) আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেন জেনুইন মানের হয় । অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেলায় অবশ্যই প্রোডাক্টের গুনমান ভালো করে যাচাই করে নেবেন ।
২) ফেসবুকের একাউন্টে আপনার প্রোফাইলটি প্রফেশনাল করে তুলবেন । কারণ যখন কোন ব্যক্তি আপনার প্রোফাইলে ভিসিট করবে তখন সে যেন বুঝতে পারে যে আপনি একটি সার্ভিস প্রদান করছেন যার দ্বারা তারা উপকৃত হবে ।
৩) আপনার প্রোফাইলে নিজের একটি ভালো ছবি আপলোড করুন এবং কভার ফটোতে আপনার ব্যবসা বা সার্ভিস বা নতুন সৃষ্টির লোগো আপলোড করুন ।
৪) এছাড়াও আপনি বসবাসের ঠিকানা আপনার গ্রুপে অবশ্যই দিয়ে দেবেন । এতে মানুষের কাছে আপনার সম্পর্কে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে ।
৫) আপনার ব্যবসা যদি অনলাইন হয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই আপনার যোগাযোগের তথ্য অথবা আপনার ওয়েবসাইটের লিংক সেখানে দিতে হবে ।
৬) আপনি আপনার প্রোফাইলটিকে প্রফেশনাল করে তুলুন এবং আপনার ব্যবসাকে সাধারণ মানুষের কাছে আকর্ষনীয় করে ব্র্যান্ড হিসাবে নিজেকে তুলে ধরুন । অর্থ উপার্জনের সম্ভাবনা দিনে দিনে নিশ্চিত করে তুলুন ।
Frequently Asked Questions
ফেসবুক কি ফলোয়ারদের টাকা দেয় ?
ANS: না, ফেসবুক কখনও টাকা দেয় না । কিন্তু যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক ফলোয়ার ও ফ্রেন্ড থাকে, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন । আপনার অ্যাকাউন্ট মনেটাইজেসন করে নিতে হবে । অ্যাড শো হবে । যতো বেশি অ্যাড, ততো বেশি ইনকাম ।
ফেসবুকে ইনকাম করতে কতো ভিউ দরকার ?
ANS: মনেটাইজ করার জন্য কমপক্ষে ১০০০ ফলোয়ার থাকতে হবে । সঙ্গে থাকতে হবে বিগত ৬০ দিনে ১৫০০০ পোস্ট এনগেজমেন্ট অথবা বিগত ৬০ দিনে ১৮০০০০ মিনিট ভিউ অথবা বিগত ৬০ দিনে ৩০০০০ হাজার ১ মিনিট ভিউ ৩ মিনিট ভিডিওতে ।
ফেসবুকে ভিডিও দিয়ে কি আয় করতে পারবো ?
ANS: অবশ্যই পারবেন । ফেসবুক সেই সুযোগ ইউজারদের দিয়ে থাকে । মনেটাইজেসনের যোগ্যতা শর্ত পুরন করতে পারলেই, মনেটাইজেসন করে নেবেন । আপনার পেজে অ্যাড চালু হয়ে যাবে । আপনি ইনকাম করতে শুরু করবেন ।
প্রতি ১০০০ ভিউতে কতো ইনকাম করা যায় ?
ANS: ফেসবুক থেকে যথেষ্ট পরিমানে আয় করা যায় । তথ্য অনুযায়ী গড়ে ০.৯৪ ডলার প্রতি ক্লিক এবং ১২.০৭ ডলার প্রতি ১০০০ ইমপ্রেশান ইনকাম হয়ে থাকে।
নতুনরা কি ফেসবুক থেকে ইনকাম করতে পারে ?
ANS: সব কাজেরই ধৈর্য দরকার । আপনি আজ চাইলেন, আর কাল থেকেই আপনার হাজার হাজার টাকা ইনকাম হতে শুরু করলো এটাতো হয় না । অ্যাকাউন্ট করুন, ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে থাকুন । একসময় আপনি নিজেই বুঝতে পারবেন ইনকাম করার জায়গা তৈরি হয়েছে ।
ফেসবুক পেজ থেকে কেমন আয় করা যায় ?
ANS: আপনার যদি ভালো সংখ্যক ফলোয়ার থাকে এবং আপনি যদি তাদের ভালো অ্যাফিলিয়েট প্রোডাক্ট অফার করেন তাহলে আপনি প্রতি ফ্যান প্রায় $1 উপার্জন করতে পারবেন। সুতরাং, আপনার যদি প্রায় 120 ফলোয়ার থাকে, তাহলে এর মানে হল, আপনি প্রতি মাসে $120 এর বেশি আয় করে বসে আছেন।
ফেসবুক থেকে সর্বচ্চ ইনকাম কার ?
ANS: Facebook-এ রিপোর্ট করা সর্বোচ্চ অর্থপ্রদানকারী ভূমিকা হল D2 লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার যার বার্ষিক মোট ইনকাম $3,138,540, এতে মূল বেতনের পাশাপাশি যেকোনো সম্ভাব্য ক্ষতিপূরণ এবং বোনাস অন্তর্ভুক্ত রয়েছে।
ফেসবুকে কে অর্থ দেয় ?
ANS: আয়ের প্রাথমিক উৎস ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে। বিপুল সংখ্যক ব্যবহারকারী এবং সোশ্যাল মিডিয়া পৌঁছানোর কারণে, বড় এবং ছোট বিজ্ঞাপনদাতারা মেটাকে দর্শকদের কাছে বিজ্ঞাপন উপস্থাপন করার একটি প্রধান সুযোগ বলে মনে করে। মেটা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন উপায় প্রদান করে, যেমন স্ব-পরিষেবা এবং লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন।
আমি কি ফেসবুকে পোস্ট করে আয় করতে পারবো ?
ANS: আপনি আপনার সামগ্রীর পাশাপাশি বিজ্ঞাপন ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। আপনার লাইভ এবং অন-ডিমান্ড ভিডিওগুলিতে ইন-স্ট্রীম বিজ্ঞাপন যোগ করা এবং তাত্ক্ষণিক নিবন্ধ সহ আপনার সামগ্রীকে সামনে এবং কেন্দ্রে রেখে বিজ্ঞাপনগুলি ব্যবহার করার উপায় রয়েছে ৷ ইন-স্ট্রীম-বিজ্ঞাপনের জন্য আপনার যোগ্যতা পরীক্ষা করুন এবং পর্যালোচনার জন্য আপনার পৃষ্ঠা জমা দিন।
ফেসবুক দিনে কতো আয় করে ?
ANS: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, প্রতিদিন একটি বিস্ময়কর পরিমাণ আয় করে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির দৈনিক গড় মুনাফা প্রায় $1.4 বিলিয়ন।
যারা এ পর্যন্ত আর্টিকেলটা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে আয় সম্পর্কে আমি চেষ্টা করেছি সম্পূর্নভাবে বোঝানোর জন্য । আমার লেখাটি ভালো লাগলে আমাদের সাইটকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন । এছাড়া আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুন । আমি সাধ্য মতো আপডেট দেওয়ার চেষ্টা করবো । আপনি ফেসবুক থেকে আয় করা শিখুন, জীবনে প্রতিষ্ঠিত হন । ধন্যবাদ ।