Table of Contents
Make Money with Web Design ওয়েব ডিজাইন শিখে ইনকাম
ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকেই বলে ওয়েব ডিজাইন । Web Design Business বর্তমানে আয়ের প্রসস্ত পথ । ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে সেটা নির্ধারণ করা । একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক সুন্দর একটা কাঠামো তৈরী করা । এই কাজটি যিনি করেন তিনি হলেন ওয়েব ডিজাইনার । ওয়েব ডিজাইনারের মুল কাজই হল একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করা, যেমন লে আউট কেমন হবে, হেডারে মেনু কেমন হবে ও কোথায় থাকবে, সাইডবার হবে কিনা এবং ইমেজগুলো কোথায় কি ভাবে প্রদর্শিত হবে ইত্যাদি ।
বর্তমানে আমরা ভালো একটি চাকরি পাওয়ার জন্য বিভিন্ন কোর্স করে থাকি । ওয়েব ডিজাইন তেমনই একটা অন্যতম কোর্স, যা শিখলে খুব সহজেই একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে । তাছাড়া ওয়েব ডিজাইন বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা বা স্কিল থাকে তাহলে Web Design Business শুরু করে দিতে পারেন ।
এই পেশায় চাকরি করে নতুনরা ২৫ থেকে ৩০ হাজার টাকা অনায়াশেই বেতন পেতে পারে । স্কিল যত বাড়াতে পারবেন, ততো আপনার বেতন বৃদ্ধি পাবে । আর আপনি যদি নিজস্ব ফার্ম খুলে বিজনেস করেন, তাহলে আয় কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে । একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা এই বিজনেস করছে তারা সত্যি সত্যি লক্ষ লক্ষ টাকা মাসে আয় করছে ।
এবার প্রশ্ন হল, আপনি কিভাবে ওয়েব ডিজাইন শিখে অন্যদের মতো আয় করবেন ? সেই বিষয়েই আজ আমাদের আলোচনা ।
ওয়েব ডিজাইন (Web Design) আসলে কি ?
বর্তমানে সারা পৃথিবীতে ইন্টারনেটের রাজত্ব চলছে । এর ব্যবহারও দিন দিন বেড়ে চলেছে । নিজেদের ব্যবসা বা প্রোডাক্টকে সামনে নিয়ে আসার জন্য ছোট বড় সব ধরনের কোম্পানিগুলো ওয়েবসাইট তৈরি করছে । মুহূর্তের মধ্যে তাদের ব্যবসা বা প্রোডাক্টের বিবরণ পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে । ব্যবসা বা প্রোডাক্টের প্রচার বা মার্কেটিঙের বিশাল একটি জায়গা হল ইন্টারনেট বা ওয়েবসাইট । তাই এর চাহিদা দিনদিন ব্যাপক ভাবে বেড়ে যাচ্ছে । ওয়েব ডিজাইন হলঃ
১) একটি ওয়েবসাইটকে সুন্দর লে আউট, সুন্দর স্ট্রাকচার দিয়ে সুন্দর ভাবে ডিজাইন বা আকর্ষণীয় করে তৈরি করাকে ওয়েব ডিজাইন বলে ।
২) ওয়েবসাইট যারা ডিজাইন করে বা তৈরি করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার (web designer). একজন ওয়েব ডিজাইনার তাদের দক্ষতা, জ্ঞান ও শিক্ষা দিয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার ও টুলস ব্যবহার করে একটি ওয়েবসাইট ডিজাইন বা তৈরি করে সেটাই হলো ওয়েব ডিজাইনিং ।
৩) ওয়েব ডিজাইন শিখে মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়া যায় । বিভিন্ন সরকারী ও বেসরকারি ক্ষেত্রে এর চাহিদা দিনদিন বেড়ে চলেছে । কাজেই দক্ষ ওয়েব ডিজাইনারের (Web Design Business) যেমন চাহিদা আছে, তেমন ভালো বেতনও আছে ।
৪) চাকরি ছাড়া আপনি নিজে ওয়েব ডিজাইনের দক্ষতা দিয়ে এজেন্সি খুলে Web Design Business করতে পারবেন । এছাড়া ফ্রিল্যান্সিংএর মাধ্যমে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে ওয়েব ডিজাইন কাজ করে প্রচুর পরিমানে টাকা আয় করতে পারবেন । এখানে আয় করার অনেক সুযোগ রয়েছে ।
ওয়েব ডিজাইনার হতে প্রয়োজনীয় শিক্ষা
ওয়েব ডিজাইনিং (Web Design Business) শেখার জন্য আপনার বিশেষ কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই । ওয়েব ডিজাইনিং নিজে একটি নির্দিষ্ট কোর্স নয়, কতোগুলি কোর্সের সংমিশ্রণ (Web Design Course)। আপনার শেখার ইচ্ছা এবং রুচি থাকলে হায়ার সেকেন্ডারি পাশের পর কোর্সগুলো করে ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন । তাহলে চলুন জেনে নেওয়া যাক, ওয়েব ডিজাইন শেখার জন্য কি কি শিখতে হবেঃ
1. HTML: HTML বা Hyper Text Markup Language হলো কোডিংএর একটি ভাষা । যেকোনো ওয়েবসাইট এই Markup Language ব্যবহার করেই বানানো হয় । HTML ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইটকে Structure দেওয়া হয় । তাই HTML খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে এটা শিখতেই হবে । HTML অনেক বড় ভূমিকা পালন করে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ।
2. CSS: CSS বা Cascading Style Sheet হলো কোডিং এর আর একটি ভাষা । CSS এর মূল কাজ হলো HTML দ্বারা তৈরি ওয়েব পেজের গঠনকে স্টাইল ও ডিজাইন দিয়ে সুন্দর করে তোলা । লে আউটের ডিজাইন, টেক্সটের সাইজ বা কালার, ফন্টের সাইজ, কলাম স্টাইল ইত্যাদির দ্বারা ওয়েবসাইটকে সুন্দর ও আকর্ষণিয় করার জন্য আপনাকে CSS অতি অবশ্যই শিখতে হবে ।
3. JavaScript: JavaScript হলো এক ধরনের Client Side Scripting Language. এটার দ্বারা ওয়েবসাইটের বিভিন্ন পেজের প্রক্রিয়া গুলোকে প্রভাবিত করা হয় । আপনি যদি একজন প্রফোসানাল ওয়েব ডিজাইনার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে JavaScript শিখতে হবে । একজন ভালো এবং এক্সপার্ট ওয়েব ডিজাইনারের জন্য JavaScript এর জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা অনেক জরুরি ।
4. Photoshop: আপনাকে ফটোশপের বেসিক কিছু বিষয়ে শিখতে হবে যেগুলো ওয়েবসাইট তৈরি করার সময় প্রয়োজন হবে । Website বানানোর আগে তার একটি ধারনা বা ডিজাইন ফটোশপ থেকে বানিয়ে নেওয়ার প্রয়োজন হয়, এতে করে আপনাকে Photoshop Basics বিষয়ে শিখতে হবে । তাহালে Web Design করা অনেক সহজ হবে ।
5. Graphics Design: ওয়েব ডিজাইনে কখনও কখনও গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয় । আপনি যদি গ্রাফিক্স ডিজাইনও শিখে নেন, সেটা আপনার একটা বাড়তি সুবিধা দেবে । অন্যের উপর নির্ভর করতে হবে না ।
ওপরে বলা বিষয় গুলি এক এক করে শেখা শুরু করুন । প্রথমে HTML শিখুন এবং রোজ এর ব্যবহার করে কিছু তৈরি করুন । তারপর, HTML এ জ্ঞান এসে যাওয়ার পর CSS শিখুন এবং শেষে JavaScript, Photoshop, Graphics Design শিখুন ও রোজ বিষয়গুলি নিয়ে প্রাকটিস করুন । সঙ্গে Web Hosting, SEO এবং আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো শিখে নিন । ধীরে ধীরে আপনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রফোসানাল ডিজাইনার হয়ে উঠবেন ।
ওয়েব ডিজাইনারের কাজসমূহ
ওয়েব ডিজাইন শিখতে চাইছেন, খুবই ভালো কথা । আপনি যে পেশায় (Web Design Jobs) নামছেন তার দায়িত্ব ও কর্তব্যগুলি কি সেটা জানার খুবই প্রয়োজন । যেমনঃ
১) একজন ওয়েব ডিজাইনারের প্রথম কাজ অবশ্যই ওয়েবসাইট তৈরি করা ও সেটাকে আকর্ষণীয় ডিজাইন করা । আপনার তৈরি ওয়েবসাইট যতো আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি হবে, আপনার ডিম্যান্ড ততো বাড়বে ।
২) ওয়েবসাইট বানানোর পর কেমন দেখতে লাগবে, কতো স্পিডে ওয়েবপেজ গুলি খুলবে, ওয়েবপেজ গুলি কতোটা রেসপন্সিভ আছে, ওয়েবসাইটে ব্যবহৃত ইমেজ বা ছবিগুলি ঠিকঠাক অপ্টিমাইজ আছে কিনা অর্থাৎ ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভালের দায়িত্ব একজন ওয়েব ডিজাইনারের ।
৩) আপনার তৈরি ওয়েবসাইটকে সারা বছর ধরে রক্ষনাবেক্ষন করা । ওয়েবসাইটের মধ্যে যদি কোনও সমস্যা সৃষ্টি হয়, তবে সেটাকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে সমাধান করে দেওয়াও ওয়েব ডিজাইনারের (Web Design Jobs) কাজের মধ্যে পড়ে ।
৪) ক্লায়েন্টের কোনও স্পেশাল ডিম্যান্ড থাকলে, তা পুরন করা । মনে রাখতে হবে, ক্লায়েন্ট খুশি হলেই আপনার কাজের সার্থকতা । তাই ক্লায়েন্টকে খুশি রেখে আপনি আপনার উন্নতির শিখরে খুব শীঘ্রই পৌঁছে যাবেন ।
ওয়েব ডিজাইন শিখতে প্রয়োজনীয় সময়
ওয়েব ডিজাইন শিখতে কতো দিন লাগবে সেটা সঠিক ভাবে বলা অনেক কঠিন । আপনি কত দ্রুত ওয়েব ডিজাইন শিখতে পারবেন সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার প্রাকটিসের উপর । এটি যতোটা খাতায় কলমে, তার হাজার গুন হাতেকলমে । তিন ধরনের কোর্স আছে, যেমনঃ
ওয়েব ডিজাইনের সার্টিফিকেট কোর্স
কম সময়ে ওয়েব ডিজাইন শেখার জন্য অনেক ছোট ছোট বেসরকারি শিক্ষা কেন্দ্র বা কোচিং সেন্টারগুলো সার্টিফিকেট কোর্স করিয়ে থাকে । এই কোর্সের সময় সীমা ৬ মাস থেকে ১ বছরের হয়ে থাকে । যদিও প্রাইমারী লেভেলের, তবুও এই কোর্স করে আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন । তবে প্রফেশানাল হিসাবে কাজ করতে চাইলে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা আবশ্যিক ।
ওয়েব ডিজাইনের ডিপ্লোমা কোর্স
ডিপ্লোমা কোর্সের সময় সীমা ১ থেকে ২ বছর হয়ে থাকে । ডিপ্লোমা কোর্সে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ও সফটওয়ারের কাজগুলো শেখান হয় । ফলে, ওয়েব ডিজাইনের উপর আপনার ধারনা পরিষ্কার হয়ে যাবে । আপনি নিজে ওয়েবসাইট বানাতে পারবেন । কিন্তু অ্যাডভান্স লেবেলে কাজ করতে হলে আপনাকে ডিগ্রি কোর্স করতে বলবো ।
ওয়েব ডিজাইনের ডিগ্রি কোর্স
ডিগ্রি কোর্সের সময় সীমা ৩ বছর । ডিগ্রি কোর্স করলে আপনি ওয়েব ডিজাইনের অ্যাডভান্স লেভেলে কাজ করতে সক্ষম হবেন । নিজের চিন্তা ভাবনাকে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার ক্ষমতা তৈরি হবে । আপনি হয়ে উঠবেন বস । আলাদা আলাদা সেক্টরে আপনার কাজ করার সামর্থ্য তৈরি হবে । আপনার চাহিদা দিনদিন বাড়তে থাকবে ।
আপনার শুধু দরকার প্র্যাকটিস আর প্র্যাকটিস । আপনি যদি প্রতিদিন নিয়মিত প্রাকটিস করেন তাহলে তিন বছরের মধ্যে ওয়েব ডিজাইনের বস হয়ে যাবেন । সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার গতির উপরে । শুভেচ্ছা রইলো । আপনাকে একজন দক্ষ ও অভিজ্ঞ ওয়েব ডিজাইনার হিসাবে আমরা দেখতে চাই ।
ওয়েব ডিজাইন শেখার উপায়
এখন আপনার প্রশ্ন, ওয়েব ডিজাইন কিভাবে শিখব ? তাই তো ? শেখার জন্যও সঠিক গাইডেন্স দরকার । এটার জন্য ১২ ক্লাস পর্যন্ত পড়ালেখা করা ভালো । তারপর, আপনি দুই ভাবে ওয়েব ডিজাইন কোর্স (Web Design Course) করতে পারবেন, যেমনঃ
অনলাইন ওয়েব ডিজাইন কোর্স
আপনি চাইলে অনলাইনে ঘরে বসেই এই কোর্স শিখতে পারবেন । তার জন্য কম্পিউটার থাকলে ভালো হয় । কি ভাবে সেটা জেনে নিনঃ
ক) আপনি অনলাইনে সার্চ করলেই অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, যারা অনলাইনেই ওয়েব ডিজাইন শিখিয়ে থাকে । শুধু ওয়েব ডিজাইন নয়, আপনার প্রয়োজন মতো সব ধরনের কোর্সই অনলাইনে পেয়ে যাবেন ।
খ) কোনও কোনও ওয়েবসাইট তার চার্জ নেয়, আবার কোনও কোনও ওয়েবসাইট ফ্রিতেই শেখায় ।
গ) আপনি ওয়েবসাইট পছন্দ করে সেখানে নাম রেজিস্ট্রি করে মেম্বার হয়ে যাবেন । তারপর, শেখা শুরু করে দেবেন ।
ঘ) আপনার প্রয়োজন মতো, কিছু ফ্রি কোর্স, কিছু পেইড কোর্স নিয়ে আপনার কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারেন, হয়ে উঠতে পারেন দক্ষ ওয়েব ডিজাইনার ।
কোন কোন ওয়েবসাইট এই কোর্সগুলো করায় এবং কাদের এই ক্ষেত্রে জনপ্রিয়তা আছে, তার সন্ধান পরের টপিকে আমরা দিয়ে দিচ্ছি ।
অফলাইন ওয়েব ডিজাইনকোর্স
আপনি কোনো কলেজ বা প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন । আমি বলবো অনলাইনে শেখার পাশাপাশি অফলাইনেও শেখার জন্য । কারনঃ
১) এ রকম কলেজ বা প্রতিষ্ঠান থেকে কোর্স করার পরে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা চাকরির সময় অনেক কাজে লাগবে ।
২) ফেস টু ফেস বসে হাতে কলমে শেখার ব্যাপারটা শিখতে অনেক সাহায্য করে । কোনও প্রবলেম হলে সঙ্গে সঙ্গেই সমাধান করে নিতে পারবেন ।
৩) এই ক্ষেত্রে সহ শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করার বিস্তর সুযোগ থাকে, যা আপনাকে বিপুল সুবিধা প্রদান করবে ।
আপনি যদি নিজের ইন্টারেস্ট বা সাধারণ জ্ঞানের জন্য ওয়েব ডিজাইন (Web Design Jobs) শিখতে চান, তাহলে অনলাইন ওয়েবসাইট গুলি ব্যবহার করে অনেকটাই শিখতে পারবেন । কিন্তু, যদি এই বিষয় নিয়ে অনেক গভীরে যেতে চান এবং ওয়েব ডিজাইনে ক্যারিয়ার বানানোর কথা ভাবেন, তাহলে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলি থেকে জ্ঞান নেওয়ার সাথে সাথে ভালো কলেজ বা প্রতিষ্ঠানে অবশই শিখুন ।
ওয়েব ডিজাইন শেখার কিছু ওয়েবসাইট
আপনি ঘরে বসে অনলাইনে ফ্রি কিছু ওয়েবসাইটের মাধ্যমে Web Design বা HTML, CSS, JavaScript সহ আরো বিভিন্ন বিষয়ে শিখতে পারবেন । আমি নিচে সেই ওয়েবসাইট গুলোর নাম উল্লেখ্য করছিঃ
W3schools.com
অনলাইনে কোডিং বা যেকোনো প্রোগ্রামিং ভাষা শেখার জন্য সবচেয়ে বিশ্বাসী এবং লাভজনক ওয়েবসাইট হলো W3schools.কম । HTML, CSS, JavaScript শেখার পাশাপাশি প্রাকটিস সহকারে উদাহরনের সাহায্যে বিস্তারিত ধারনা নিতে পারবেন ও প্রোজেক্ট ওয়ার্ক করতে পারবেন ।
YouTube.com
আপনি আমি সবাই জানি বিশ্বের সবচেয়ে বড় ভিডিও ওয়েবসাইট হল ইউটিউব । এখানে আপনি বিভিন্ন রকমের কোর্স সহ টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন । যার মাধ্যমে সহজে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন । শুধুমাত্র যেটা শিখতে চান সেটার নাম দিয়ে সার্চ করতে হবে । এখানে ফ্রিতেই শিখতে পারবেন । শুধু আপনার কোনও সমস্যা শেয়ার করতে পারবে না ।
Codecademy.com
ঘরে বসে অনলাইনে Web Design শেখার জন্য অনেকে এই ওয়েবসাইট ব্যবহার করে থাকে । এখান থেকে আপনি অনেক কিছু শেখার সাথে সাথে আপনাকে Live Project দিয়ে তার মাধ্যমে আপনার এক্সপেরিয়েন্স বৃদ্ধি করাবে ।
Coursera.org
ওয়েব ডিজাইন (Web Design Jobs) শেখার জন্য এই ওয়েবসাইটিও অনেক কাজের । এখান থেকে বাড়িতে বসে কোডিং অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন ।
Edx.org
এই সাইটের মাধ্যমে আপনি Web Design কোর্স সহ ফ্রি বিভিন্ন রকমের কোর্স করতে পারবেন ।
Khanacademy.org
ফ্রীতেই HTML, CSS, Advanced JavaScript, JQuery এবং আরো অনেক Programming Language শিখে নিতে পারবেন khanacademy.com ওয়েবসাইট থেকে । এখানে আপনারা Live Tutorial Audio শুনে এবং উদাহরণ দেখে কোর্স শিখতে পারবেন ।
আপনি চাইলে বাড়িতে বসে উপরের ওয়েবসাইট গুলোর মাধ্যমে অনলাইনে Web Design শিখতে পারবেন । এছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনি ওয়েব ডিজাইন সহজেই শিখতে পারবেন ।
ওয়েব ডিজাইন শিখে প্রচুর টাকা আয় করার উপায়
আমি প্রথমে বলেছি Web Design শিখে নিজের স্কিল ও জ্ঞান ভালো তৈরি করতে পারলে টাকা আয় করার অনেক আকর্ষণীয় সুযোগ রয়েছে । বিভিন্ন ভাবে কাজ করে দক্ষতার পরিচয় দিয়ে ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন । যেমন-
ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রিল্যান্সিং করে আপনি কত টাকা আয় করবেন সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার কাজের উপর । যেমন কাজ করবেন তেমন আয় হবে । প্রচুর চাহিদা থাকায় অনেক বেশি পরিমানে টাকা আয়ের সুযোগ রয়েছে এই ক্ষেত্রে । আপনি যতো কাজ করবেন ততোই ইনকাম করবেন ।
এর জন্য আপনি Freelancer.com এবং UpWork.com এর ওয়েবসাইটে গিয়ে সেখানে একাউন্ট বানিয়ে নিজের জন্য ওয়েব ডিজাইনিং এর ছোট বড়ো কাজ বা প্রজেক্টস (Projects) খুঁজে বের করুন । আপনার প্রোফাইল অনুযায়ী অনেক কাজ আপনি খুঁজে পাবেন । কাজ গুলি একসেপ্ট করবেন, সঠিক ও সুন্দর ভাবে কাজটি করবেন, তারপর সাবমিট করবেন । সেই কাজের বিনিময়ে উপযুক্ত টাকা পাবেন । সব কাজ সময়ের মধ্যেই সাবমিট করার চেষ্টা করবেন ।
চাকরির মাধ্যমে টাকা আয়
Web Design Salary নির্ভর করে তাদের স্কিল ও অভিজ্ঞতার উপর । তাদের জ্ঞান ও দক্ষতা যত বেশি হবে বেতন ততো বেশি হবে । একজন ডিজাইনারের মাসিক বেতন নতুনদের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ হাজার টাকার মতো হয়ে থাকে । অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এই বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় । কিছু ক্ষেত্রে এর থেকে অনেক বেশি পরিমানেও বেতন পাওয়া যায় ।
আপনি, বিভিন্ন অনলাইন Job Portal যেমন Indeed এবং Naukri.com গুলিতে গিয়ে দেখতে পারেন, ওয়েব ডিজাইনিংএর সাথে জড়িত অনেক চাকরি (Job) আপনি পেয়ে যাবেন । সেখানে দেখবেন যে, এই পেশার (Profession) চাকরি গুলোতে কমপক্ষে ২ লক্ষ টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকারও বেশি বছরে দেওয়া হচ্ছে । আপনি যদি বিদেশের কোনও কোম্পানিতে চাকরি পেয়ে যান, তাহলে মাসে কয়েক লক্ষ পর্যন্ত ইনকাম করতে পারবেন ।
নিজের বিজনেস এজেন্সী
আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে নিজে Web Design Business শুরু করতে পারেন । লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন । যেমনঃ
১) অনেক কোম্পানি বা বিজনেস বা অনেকে পার্সোনাল ভাবে ওয়েবসাইট বানাতে চায় । সেই সব কাস্টমারের ওয়েবসাইট বানাতে হবে এবং তার মেইনটেনও করতে হবে । বিনিময়ে ভালো পরিমান টাকা উপার্জন করতে পারবেন ।
২) বর্তমানে একটি ওয়েবসাইট বানানোর জন্য কমপক্ষে ১০ হাজার টাকা নেওয়া হয় । আপনি যদি মাসে ১০ টা ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে হিসেব দাঁড়ায়, ১০ * ১০০০০ = ১,০০,০০০ টাকা । এটা একটা উদাহরন মাত্র । বাস্তবে এর থেকে অনেক বেশি ইনকাম করা যায় ।
৩) আমাদের দেশে এমন অনেক ডিজাইনার আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে । আপনিও পারবেন । একটা Web Design Business ফার্ম খুলে কয়েকজন কর্মী নিয়ে শুধু ক্লায়েন্ট খুঁজে বেড়াবেন । প্রথম দিকে একটু প্রবলেম হবে ঠিকই, পরে দেখবেন আপনিও মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারছেন । শুভেচ্ছা রইলো ।
Frequently Asked Questions
ওয়েব ডিজাইন কি ?
ANS: ওয়েব ডিজাইন হল একটি ওয়েবসাইট ডিজাইন করার পরিকল্পনা, ধারণা এবং বাস্তবায়নের প্রক্রিয়া । যেটি কার্যকরী এবং ব্যবহারকারীর ভালো অভিজ্ঞতা প্রদান করে। ব্যবহারকারীর অভিজ্ঞতা ওয়েব ডিজাইন প্রক্রিয়ার কেন্দ্রীয় বিষয়।
ওয়েব ডিজাইন কি একটি ভালো পেশা ?
ANS: ওয়েব ডিজাইন সর্বদা একটি বিকশিত ক্ষেত্র, যেখানে ক্যারিয়ার বৃদ্ধির জন্য প্রচুর সুযোগ রয়েছে। আপনার যদি সঠিক দক্ষতা এবং আগ্রহ থাকে তবে এটি একটি ফলপ্রসূ এবং লাভজনক ক্যারিয়ারের পথ হতে পারে। সঠিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা দিয়ে আপনি এই প্রতিযোগিতামূলক শিল্পে নিজের জন্য একটি সুনাম তৈরি করতে পারেন।
ওয়েব ডিজাইন কি কঠিন কাজ ?
ANS: সৌভাগ্যক্রমে, ওয়েব ডেভেলপমেন্ট ততটা কঠিন নয় যতটা অনেকের কাছে মনে হতে পারে। বেশিরভাগ মানুষ কয়েক মাসের মধ্যে ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক বিষয়গুলো শিখতে পারে এবং তাদের আগে কোনো অভিজ্ঞতা না থাকলেও একটি এন্ট্রি-লেভেল চাকরি পেতে পারে।
ওয়েব ডিজাইনে কি ভবিষ্যৎ আছে ?
ANS: হ্যাঁ আছে । নিশ্চিত আছে । বিশ্ব ডিজিটাল হচ্ছে এবং বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার মানুষ ইন্টারনেটে যুক্ত । আর ব্যবসায়িরা নিজের ব্যবসাকে ডিজিটাল মানচিত্রে রাখার জন্য ওয়েব ডিজাইনারদের সন্ধান করবে ৷ সুতরাং ভবিষ্যৎ আছে ।
ওয়েব ডিজাইন কি ফুলটাইম জব ?
ANS: অনেক ওয়েব ডিজাইনার কোম্পানি, এজেন্সি বা ডিজাইন ফার্মের জন্য পূর্ণ-সময়ের চাকরি খুঁজে পান। এই ভূমিকাগুলি সাধারণত বিভিন্ন ক্লায়েন্টদের জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করলে হয়ে থাকে । এক সঙ্গে অনেকের কাজ করতে ফুলটাইম মনোনিবেশ দিতে হয় ।
কতো ধরনের ওয়েবসাইট দেখা যায় ?
ANS: সবচেয়ে পরিচিত ওয়েবসাইট হল ব্লগ, ইকমার্স সাইট, অনলাইন পোর্টফোলিও এবং কর্পোরেট ওয়েবসাইট । তবে আরও বেশ কিছু আছে। প্রতিটি ধরনের ওয়েবসাইটের মধ্যে পার্থক্য জানা প্রয়োজন যা আপনাকে আপনার ব্যবসা বা প্রকল্পের জন্য সাহায্য করতে পারে।
কোন ওয়েবসাইট বেশী জনপ্রিয় ?
ANS: সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলি সম্ভবত আজকে অন্য যেকোনো ধরনের ওয়েবসাইটগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট।
ওয়েব ডিজাইনের সুবিধা কি কি ?
ANS: একটি দুর্দান্ত ওয়েবসাইট ডিজাইন করার মূল সুবিধাঃ
১। একটি ভাল প্রথমিক ধারনা দেয় ।
২। গুগলের মতো সার্চ ইঞ্জিনে আপনাকে র্যাঙ্ক করতে সাহায্য করে।
৩। আপনাকে বিশ্বাসযোগ্য এবং আনুগত্যযোগ্য বলে মনে করে।
৪। লিড পেতে এবং বিক্রয়ে রূপান্তর করতে সাহায্য করে।
৫। আপনি প্রতিযোগীদের পর্যন্ত পরিমাপ করতে পারেন ।
৬। আপনাকে একটি ব্র্যান্ড ব্যক্তিত্ব দেয়।
ওয়েব ডিজাইনে কি অর্থ উপার্জন করা যায় ?
ANS: ওয়েব ডিজাইন প্রযুক্তি শিল্পের সবচেয়ে নমনীয় এবং চাহিদা ক্ষেত্রগুলির মধ্যে একটি। ওয়েব ডিজাইনাররা তাদের কাজের জন্য ভালভাবে ক্ষতিপূরণ পান, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড় মোট বেতন $64,193 যা ভারতীয় টাকায় 50 লক্ষের বেশী ।
কয়েকটি ওয়েব ডিজাইন সফটওয়্যারের নাম ।
ANS: WIX, WORDPRESS, DREAMWAVER, WEBFLOW, FRAMER, GOOGLE WEB DESIGNER, FLOWCODE.
যারা এ পর্যন্ত আর্টিকেলটা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। ওয়েব ডিজাইন সম্পর্কে আমি চেষ্টা করেছি সম্পূর্নভাবে বোঝানোর জন্য । আমার লেখাটি ভালো লাগলে আমাদের সাইটকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন । এছাড়া আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুন । আমি সাধ্য মতো আপডেট দেওয়ার চেষ্টা করবো । আপনি ওয়েব ডিজাইন শিখুন, জীবনে প্রতিষ্ঠিত হন । ধন্যবাদ ।