How Easy Graphic Design Jobs in Bengali 2022. গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম  

Table of Contents

Make Money with Graphic Design গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম    

বর্তমানে Graphic Design খুবই জনপ্রিয় পেশা । এই পেশায় থেকে অনেক মানুষ প্রচুর টাকা ইনকাম করছে । দেশীয় কাজ করে যেমন আয় করছে, তার বেশি আয় করছে বিদেশী কাজ করে । বিদেশের কাজে অনেক বেশি টাকা দেয় । ফ্রিল্যান্সিং এর দৌলতে ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের কাজ করছে আর প্রচুর টাকা ইনকাম করছে । আপনিও চাইলে গ্রাফিক্স শিখে বিপুল পরিমানে আয় করতে পারবেন ।

বর্তমানে আমরা ভালো একটি চাকরি পাওয়ার জন্য বিভিন্ন কোর্স করে থাকি । গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) তেমনই একটা অন্যতম কোর্স, যা শিখলে খুব সহজেই একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে । তাছাড়া গ্রাফিক্স ডিজাইন বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা বা স্কিল থাকে তাহলে ভালো বিজনেসও শুরু করে দিতে পারেন । এখান থেকে কিছু বছর আগেও ওয়েব ডিজাইনের তেমন কোনো চাহিদা ছিলো না । কিন্ত বর্তমানে এদের চাহিদা প্রচুর এবং আগামি দিনে চাহিদা বাড়তেই থাকবে ।

এই পেশায় চাকরি করে নতুনরা ২৫ থেকে ৩০ হাজার টাকা অনায়াশেই বেতন পেতে পারে । স্কিল যত বাড়াতে পারবেন, ততো আপনার বেতন বৃদ্ধি পাবে । আর আপনি যদি নিজস্ব ফার্ম খুলে বিজনেস করেন, তাহলে আয় কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে । একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা এই বিজনেস করছে তারা সত্যি সত্যি লক্ষ লক্ষ টাকা মাসে আয় করছে ।

এবার প্রশ্ন হল, আপনি কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখে অন্যদের মতো আয় করবেন ? সেই বিষয়েই আজ আমাদের আলোচনা ।

গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) আসলে কি ?

গ্রাফিক্স মানে বিভিন্ন রঙের সংমিশ্রণ, আর ডিজাইন মানে নকশা । অর্থাৎ বিভিন্ন রঙের সংমিশ্রণে নিজের ধারনাকে নক্সার মাধ্যমে ফুটিয়ে তোলাই হল গ্রাফিক্স ডিজাইন । আজ বিভিন্ন রকমের প্রতিষ্ঠান বা কোম্পানি যেমন, ওয়েব ডিজাইনিং, অ্যাপ্লিকেশান ডেভেলপিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, গেম ডেভেলপিং এবং এরকম অনেক দেশীয় এবং বহুজাতিক কোম্পানি রয়েছে, যেগুলিতে গ্রাফিক্স ডিজাইনার ব্যাপক ভাবে প্রয়োজন হয় ।

সমস্যা হল, এর চাহিদার তুলনায় অনেক কম মানুষ গ্রাফিক্স ডিজাইনিং শিখে ক্যারিয়ার বানানোর কথা ভাবে । ফলে এই ক্ষেত্রে কাজ করা লোকেদের চাহিদা বিপুল ভাবে বেড়ে যাচ্ছে । ফল স্বরূপ গ্রাফিক্স ডিজাইনের চাকরিতে মাইনে বা স্যালারি অধিক পরিমানে দেওয়া হচ্ছে । সুতরাং, গ্রাফিক্স ডিজাইন আসলে কি, সেই সম্পর্কে ভালো করে জানার দরকারঃ

১) সোজা ভাবে বললে, গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, উদ্ভাবনী শক্তি, শিল্প এবং দক্ষতা ব্যবহার করে ছবি, শব্দ, পাঠ এবং ধারণার মিশ্রণ করে একটি আলাদা এবং নতুন ছবি তৈরি করি । কাজটাকে বলে গ্রাফিক্স ডিজাইন, আর যে মানুষটি কাজটা করে তাকে বলে গ্রাফিক্স ডিজাইনার ।

২) তৈরি হওয়া নতুন ছবি বা গ্রাফিক্স বিভিন্ন অ্যাডভার্টাইজ, ম্যাগাজিন, বই, ওয়েবসাইট বা লোগোর মতো বিভিন্ন আইটেম তৈরি করা বা সাজানোর জন্য ব্যবহার করে । ডিজাইন যতো আকর্ষণীয় চাহিদা ততো বেশি ।

৩) গ্রাফিক্স ডিজাইনিংএর মাধ্যমে আমরা অনেক রকমের ভিস্যুয়াল কনসেপ্ট তৈরি করতে পারি । আসলে এর মাধ্যমে বিভিন্ন রকমের আইডিয়া, ক্রিয়েটিভিটি, জ্ঞান ও দক্ষতা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি ।

৪) গ্রাফিক্স ডিজাইনের কাজ আমরা নিজের হাতেও করতে পারি বা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার বা এপ্লিকেশনের মাধ্যমেও করতে পারি । তবে অ্যাডভান্সড এবং প্রফেশনাল ভাবে ডিজাইন তৈরি করার জন্য, আমাদের একটি গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) সফটওয়্যার ব্যবহার করাটা জরুরি ।

৫) গ্রাফিক্স ডিজাইন শিখে মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়া যায় ।  বিভিন্ন সরকারী ও বেসরকারি ক্ষেত্রে এর চাহিদা দিনদিন বেড়ে চলেছে । কাজেই দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের যেমন চাহিদা আছে, তেমন ভালো বেতনও আছে ।

৬) চাকরি ছাড়াও আপনি নিজে গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং এজেন্সি (Graphic Design Business) খুলতে পারবেন । এছাড়া ফ্রিল্যান্সিংএর মাধ্যমে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে গ্রাফিক্স ডিজাইন কাজ করে প্রচুর পরিমানে টাকা আয় করতে পারবেন । এখানে আয় করার অনেক সুযোগ রয়েছে ।

গ্রাফিক্স ডিজাইনার হতে প্রয়োজনীয় শিক্ষা

গ্রাফিক্স ডিজাইনিং শেখার জন্য আপনার বিশেষ কোনো উচ্চ শিক্ষার প্রয়োজন নেই । গ্রাফিক্স ডিজাইনিং নিজে একটি নির্দিষ্ট কোর্স নয়, কতোগুলি কোর্সের সংমিশ্রণ । আপনার শেখার ইচ্ছা এবং রুচি থাকলে হায়ার সেকেন্ডারি পাশের পর কোর্সগুলো করে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারবেন । তাহলে চলুন জেনে নেওয়া যাক, গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কি কি শিখতে হবেঃ

Drawing For Graphic Design

গ্রাফিক্স ডিজাইন শেখার একটি বেসিক স্কিল হল ড্রইং । আপনাকে ড্রইং বা অঙ্কন  জানতেই হবে । ডিজাইন করা একপ্রকার ক্রিয়েটিভিটি এবং সেটা ড্রইং এর মাধ্যমেই ফুটিয়ে তুলতে হয় । আপনি গ্রাফিক্স ডিজাইনকে কেরিয়ার করার কথা ভাবলে, প্রথমে আপনাকে ড্রইং জানতেই হবে ।

READ MORE   Easy Web Design Business Plan 2022. ওয়েব ডিজাইন শিখে ইনকাম

Adobe Illustrator For Graphic Design

এই ভেক্টর-ভিত্তিক প্রোগ্রামটির সাহায্যে পেন টুল ব্যবহার করে স্ট্রাকচার তৈরি করা ও আঁকা যায় । এই টুলটি আপনাকে লোগো, আইকন ও ইলাস্ট্রেশনের মতো বিস্তৃত আর্টওয়ার্ক তৈরি করতে দেয়। এছাড়াও, এখানে প্রতিটা গ্রাফিক রিপ্রোডিউস করা যায় ও ভেক্টর হওয়ার জন্যে প্রতিটা স্ট্রাকচারকে যেকোনো আকারে প্রসারিত করা যায়।

Adobe InDesign For Graphic Design

এই লেআউট টুলটি ডিজিটাল ও প্রিন্ট উভয় মাধ্যমের জন্যই ব্যবহার করা যায় । এটা ফটোশপ ও ইলাস্ট্রেটরের সাথেও একত্রিতভাবে কাজ করে । ইন্ডাস্ট্রি অনুযায়ী, মাল্টি-পেজ ডক্যুমেন্টস, মাস্টার পেজ ও প্যারাগ্রাফ স্টাইল তৈরি করার জন্য এটা একটা দারুণ প্রোগ্রাম । এটি ম্যাগাজিন, ব্রোশিওর ও আরও নানা ধরণের প্রিন্ট ডিজাইনিং করার জন্যে ব্যবহার করা যেতে পারে ।

Adobe Photoshop For Graphic Design

এটা হল এমন একটা জনপ্রিয় প্রোগ্রাম, যা ডিজাইনার (Graphic Design), ডেভেলপার ও ফটোগ্রাফাররা হামেশাই ব্যবহার করে থাকেন । এই প্রোগ্রামটির উদ্দেশ্য হল ইমেজ ম্যানিপুলেশন, রিটাচিং, ইমেজ এডিটিং এবং কম্পোজিশন তৈরি করতে সাহায্য করা ।

Sketch For Graphic Design

এটা হল ডিজিটাল ডিজাইনারদের জন্য আদর্শ একটা টুল । এই প্রোগ্রামটি বেসিক ইমেজ এফেক্টের সাথে ভেক্টরকে একত্রিত করে । যে কারণে, এটি অ্যাপ ও ওয়েবসাইট ডিজাইন করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে ।

ড্রইং এ আপনার জ্ঞান আছে ধরে নিয়ে বলছি, ওপরে বলা বিষয় গুলি এক এক করে শেখা শুরু করুন । প্রথমে Photoshop শিখুন এবং রোজ কিছু তৈরি করুন । তারপর, Photoshop এ জ্ঞান এসে যাওয়ার পর বাকি আপ্লিকেশন গুলো শিখুন আর রোজ বিষয়গুলি নিয়ে প্রাকটিস করুন । ধীরে ধীরে আপনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রফোসানাল ডিজাইনার (Graphic Design) হয়ে উঠবেন ।

গ্রাফিক্স ডিজাইনারের কাজ

গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) শিখতে চাইছেন, খুবই ভালো কথা । আপনি যে পেশায় নামছেন তার দায়িত্ব ও কর্তব্যগুলি কি সেটা জানার খুবই প্রয়োজন । যেমনঃ

১) একজন ওয়েব ডিজাইনারের প্রথম কাজ অবশ্যই ওয়েবসাইট তৈরি করা ও সেটাকে আকর্ষণীয় ডিজাইন করা । আপনার তৈরি ওয়েবসাইট যতো আকর্ষণীয় ও ইউজার ফ্রেন্ডলি হবে, আপনার Graphic Design Jobs ডিম্যান্ড ততো বাড়বে ।

২) ওয়েবসাইট বানানোর পর কেমন দেখতে লাগবে, কতো স্পিডে ওয়েবপেজ গুলি খুলবে, ওয়েবপেজ গুলি কতোটা রেসপন্সিভ আছে, ওয়েবসাইটে ব্যবহৃত ইমেজ বা ছবিগুলি ঠিকঠাক অপ্টিমাইজ আছে কিনা অর্থাৎ ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভালের দায়িত্ব একজন ওয়েব ডিজাইনারের ।

৩) আপনার তৈরি ওয়েবসাইটকে সারা বছর ধরে রক্ষনাবেক্ষন করা । ওয়েবসাইটের মধ্যে যদি কোনও সমস্যা সৃষ্টি হয়, তবে সেটাকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে সমাধান করে দেওয়াও ওয়েব ডিজাইনারের (Graphic Design Business) কাজের মধ্যে পড়ে ।

৪) ক্লায়েন্টের কোনও স্পেশাল ডিম্যান্ড থাকলে, তা পুরন করা । মনে রাখতে হবে, ক্লায়েন্ট খুশি হলেই আপনার কাজের সার্থকতা । তাই ক্লায়েন্টকে খুশি রেখে আপনি আপনার উন্নতির শিখরে খুব শীঘ্রই পৌঁছে যাবেন ।

গ্রাফিক্স ডিজাইন শিখতে প্রয়োজনীয় সময়

গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) শিখতে কতো দিন লাগবে সেটা সঠিক ভাবে বলা অনেক কঠিন । আপনি কত দ্রুত গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার প্রাকটিসের উপর । এটি যতোটা খাতায় কলমে, তার হাজার গুন হাতে কলমে । তিন ধরনের কোর্স আছে, যেমনঃ

গ্রাফিক্স ডিজাইন সার্টিফিকেট কোর্স

কম সময়ে গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) শেখার জন্য অনেক ছোট ছোট বেসরকারি শিক্ষা কেন্দ্র বা কোচিং সেন্টারগুলো সার্টিফিকেট কোর্স করিয়ে থাকে । এই কোর্সের সময় সীমা ৬ মাস থেকে ১ বছরের হয়ে থাকে । যদিও প্রাইমারী লেভেলের, তবুও এই কোর্স করে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন । তবে প্রফেশানাল হিসাবে কাজ করতে চাইলে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা আবশ্যিক ।

গ্রাফিক্স ডিজাইন ডিপ্লোমা কোর্স

ডিপ্লোমা কোর্সের সময় সীমা ১ থেকে ২ বছর হয়ে থাকে । ডিপ্লোমা কোর্সে বিভিন্ন সফটওয়ার এবং টুলস গুলির কাজগুলো শেখান হয় । ফলে, গ্রাফিক্স ডিজাইনের (Graphic Design) উপর আপনার ধারনা পরিষ্কার হয়ে যাবে । আপনি নিজে লোগো বা ফাইলের কভার, বই বা ম্যাগাজিনের ডিজাইন বানাতে পারবেন । কিন্তু অ্যাডভান্স লেবেলে Graphic Design Jobs করতে হলে আপনাকে ডিগ্রি কোর্স করতে বলবো ।

গ্রাফিক্স ডিজাইন ডিগ্রি কোর্স

ডিগ্রি কোর্সের সময় সীমা ৩ বছর । ডিগ্রি কোর্স করলে আপনি গ্রাফিক্স ডিজাইনের (Graphic Design) অ্যাডভান্স লেভেলে কাজ করতে সক্ষম হবেন । নিজের চিন্তা ভাবনা ও উদ্ভাবনী শক্তিকে সফটওয়্যার ও টুলসের মাধ্যমে প্রকাশ করার ক্ষমতা তৈরি হবে । আপনি হয়ে উঠবেন বস । আলাদা আলাদা সেক্টরে আপনার কাজ করার সামর্থ্য তৈরি হবে । আপনার চাহিদা দিনদিন বাড়তে থাকবে ।

গ্রাফিক্স ডিজাইন মাস্টার ডিগ্রি কোর্স

এই বিষয়ে মাস্টার ডিগ্রী করে, নিজেকে আরো বেশি এক্সপার্ট এবং প্রফেশানাল বানিয়ে নিতে পারবেন । এই ক্ষেত্রে, মাস্টার ডিগ্রি কোর্স করার জন্য আপনাদের আরো ২ বছর সময় লেগে যাবে ।

আপনার শুধু দরকার প্র্যাকটিস আর প্র্যাকটিস । আপনি যদি প্রতিদিন নিয়মিত প্রাকটিস করেন তাহলে তিন বছরের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের (Graphic Design) বস হয়ে যাবেন । সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার গতির উপরে । শুভেচ্ছা রইলো । আপনাকে একজন দক্ষ ও অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমরা Graphic Design Jobs এ দেখতে চাই ।

গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়

এখন আপনার প্রশ্ন, গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব ? তাই তো ? শেখার জন্যও সঠিক গাইডেন্স দরকার । এটার জন্য ১২ ক্লাস পর্যন্ত পড়ালেখা করা ভালো । তারপর, আপনি দুই ভাবে গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) কোর্স করতে পারবেন, যেমনঃ

How Easy Graphic Design Jobs in Bengali 2022. গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম  

অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্স

আপনি চাইলে অনলাইনে ঘরে বসেই এই কোর্স (Graphic Design) শিখতে পারবেন । তার জন্য কম্পিউটার থাকলে ভালো হয় । কি ভাবে সেটা জেনে নিনঃ

READ MORE   How Easy to Make Money on Facebook in Bengali 2022. ফেসবুক থেকে অর্থ উপার্জন

ক) আপনি অনলাইনে সার্চ করলেই অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, যারা অনলাইনেই গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে থাকে । শুধু গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) নয়, আপনার প্রয়োজন মতো সব ধরনের কোর্সই অনলাইনে পেয়ে যাবেন ।

খ) কোনও কোনও ওয়েবসাইট তার চার্জ নেয়, আবার কোনও কোনও ওয়েবসাইট ফ্রিতেই শেখায় ।

গ) আপনি ওয়েবসাইট পছন্দ করে সেখানে নাম রেজিস্ট্রি করে মেম্বার হয়ে যাবেন । তারপর, শেখা (Graphic Design) শুরু করে দেবেন ।

ঘ) আপনার প্রয়োজন মতো, কিছু ফ্রি কোর্স, কিছু পেইড কোর্স নিয়ে আপনার Graphic Design Jobs কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারেন, হয়ে উঠতে পারেন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার । 

কোন কোন ওয়েবসাইট এই কোর্সগুলো করায় এবং কাদের এই ক্ষেত্রে জনপ্রিয়তা আছে, তার সন্ধান পরের টপিকে আমরা দিয়ে দিচ্ছি ।

অফলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্স

আপনি কোনো কলেজ বা প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন । আমি বলবো অনলাইনে শেখার পাশাপাশি অফলাইনেও শেখার জন্য । কারনঃ

১) এ রকম কলেজ বা প্রতিষ্ঠান থেকে কোর্স করার পরে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা Graphic Design Jobs করার সময় অনেক কাজে লাগবে ।

২) ফেস টু ফেস বসে হাতে কলমে শেখার ব্যাপারটা শিখতে অনেক সাহায্য করে । কোনও প্রবলেম হলে সঙ্গে সঙ্গেই সমাধান করে নিতে পারবেন ।

৩) এই ক্ষেত্রে সহ শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করার বিস্তর সুযোগ থাকে, যা আপনাকে বিপুল সুবিধা প্রদান করবে ।

আপনি যদি নিজের ইন্টারেস্ট বা সাধারণ জ্ঞানের জন্য গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) শিখতে চান, তাহলে অনলাইন ওয়েবসাইট গুলি ব্যবহার করে অনেকটাই শিখতে পারবেন । কিন্তু, যদি এই বিষয় নিয়ে অনেক গভীরে যেতে চান এবং Graphic Design Jobs করে ক্যারিয়ার বানানোর কথা ভাবেন, তাহলে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলি থেকে জ্ঞান নেওয়ার সাথে সাথে ভালো কলেজ বা প্রতিষ্ঠানে অবশই শিখুন ।

গ্রাফিক্স ডিজাইন শেখার কিছু ওয়েবসাইট

আপনি ঘরে বসে অনলাইনে ফ্রি কিছু ওয়েবসাইটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন । আমি নিচে সেই ওয়েবসাইট গুলোর নাম উল্লেখ্য করছিঃ

 Canva.com

ক্যানভা ফটো এডিটিং টুল হিসেবেই আমাদের কাছে পরিচিত । তবে এর বাইরেও, গ্রাফিক ডিজাইন সহ অনেক কাজই ক্যানভা দিয়ে করা যায় ।

সব চেয়ে বড় কথা, যেসব মানুষ গ্রাফিক ডিজাইন (Graphic Design) শিখতে চান অথচ কোনও বেসিক নলেজ না থাকায় শুরু করতে পারছেন না, তাদের জন্য ক্যানভা গ্রাফিক ডিজাইন স্কুল শুরু করেছে, যেখানে একদম নতুন থেকে শুরু করে সামান্য অভিজ্ঞ সকলের জন্য যথার্থ কোর্স রয়েছে । যার মাধ্যমে গ্রাফিক ডিজাইন বেসিক থেকে বিভিন্ন টুলের ব্যবহার শিখতে পারবেন । সহজে শেখার জন্য ক্যানভার গ্রাফিক্স ডিজাইন কোর্সগুলো বিভিন্ন মডিউলে বিভক্ত করা আছে ।

 YouTube.com

আপনি আমি সবাই জানি বিশ্বের সবচেয়ে বড় ভিডিও ওয়েবসাইট হল ইউটিউব । এখানে আপনি বিভিন্ন রকম কোর্সের টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন । যার মাধ্যমে সহজে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন । শুধুমাত্র যেটা শিখতে চান সেটার নাম দিয়ে সার্চ করতে হবে । এখানে ফ্রিতেই শেখা যায় । আনলিমিটেড ভিডিও কোর্স পাবেন এখানে । তবে এখানে আপনার সমস্যা শেয়ার করতে পারবেন না ।

Coursera.org

কোর্সেরা একটি বহুল পরিচিত অনলাইন কোর্স করার সাইট । যদিও তাদের সব কোর্স ফ্রী না, তবে সকল বিষয়েই পর্যাপ্ত ফ্রী কোর্স অফার করে । কোর্সেরা স্ট্যানফোর্ড এবং ইয়েল এর মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকেও অনলাইন কোর্স সরবরাহ করে । চিন্তার কিছু নেই, আপনি আপনার জন্য সেরা কিছু গ্রাফিক ডিজাইন কোর্স বাছাই করে শিখে নিতে পারেন ।

Udemy.com

ইউডেমি এমন একটি অনলাইন লার্নিং বা টিচিং ওয়েবসাইট বা মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন শিক্ষকরা ভিডিওর মাধ্যমে আপনাকে শেখান । এখানে বিভিন্ন বিষয়ে মোট ১ লক্ষেরও বেশি অনলাইন ভিডিও কোর্স পাবেন । গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য পুরো কোর্স পেয়ে যাবেন । সবটাই ভিডিওর মাধ্যমে দেখে শিখতে পারবেন । কিন্তু এখানে থাকা কোর্স গুলি আপনাকে ফ্রীতে দেওয়া হয়না ।  কিছু চার্জ দিয়ে কোর্স গুলো কিনতে হয় । তাতে কোনও ক্ষতি নেই, আপনি শিখে নিতে পারবেন ।

SkillShare.com

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত প্রচুর কোর্স স্কিলশেয়ার অফার করে । এর মধ্যে কিছু ফ্রিতে পাওয়া যায় এবং কিছু কিনে নিতে হয় । আমি বলবো, ফ্রিতে দেওয়া কোর্সগুলো প্রথমে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের বেসিক ধারণাটা তৈরি করে নিন ।  তারপর আপনার প্রয়োজন মতো পেইড কোর্স টাকা দিয়ে কিনে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন । স্কিলশেয়ার আপনাকে দক্ষ করে তুলবে ।

আপনি চাইলে বাড়িতে বসে উপরের ওয়েবসাইট গুলোর মাধ্যমে অনলাইনে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন । এগুলো ছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, একটু সার্চ করলেই সব পেয়ে যাবেন ।

গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার ক্ষেত্র

গ্রাফিক্স ডিজাইন একটা বিশাল কনসেপ্ট । যার একটা বিস্তর বাজার রয়েছে । বর্তমানে বিভিন্ন এবং প্রায় সব কাজেই গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয়ে থাকে । তাই একটা তালিকা দেওয়া হল । তালিকা দেখে আপনারা নিজেরাই বুঝে যাবেন, গ্রাফিক্স ডিজাইনের (Graphic Design) চাহিদা কেমন হতে পারেঃ

  • কোম্পানির ব্র্যান্ড পরিচয় বা লোগো তৈরি ।
  • প্রিন্টেড করা জিনিস যেমনঃ  বই, নিউজ পেপার, ম্যাগাজিন ।
  • অ্যালবাম কভার তৈরি ।
  • ব্যানার বিজ্ঞাপন তৈরি ।
  • ডিজিটাল অ্যাডভার্টাইজ তৈরি করার সময় ।
  • বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইটে এর ব্যবহার হচ্ছে ।
  • জলের বোতল থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্যতে থাকা ডিজাইন ।
  • অনলাইন এবং টিভিতে ব্যবহার করা গ্রাফিক্স এবং টাইটেল ।
  • বিভিন্ন গ্রিটিংস কার্ড । 
  • বিয়ের ইনভাইটেশন কার্ড ।
  • টি-শার্ট এবং জামা কাপড় ডিজাইন করার সময় ।
  • বিভিন্ন অ্যানিমেশন বানানোর সময় ।
  • বিজনেস ও ভিজিটিং কার্ড বানানোর সময় ।

এ ছাড়াও অনেক কাজ রয়েছে, যেখানে গ্রাফিক ডিজাইনিং এর প্রয়োজন । আপনি দেখতেই পাচ্ছেন, বর্তমান যুগে কোথায় গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার নেই ? সব জায়গায় আছে । সুতরাং, এর চাহিদা কোনও দিন কমতে পারে না ।

READ MORE   How Easy to Make Money on Facebook in Bengali 2022. ফেসবুক থেকে অর্থ উপার্জন

গ্রাফিক্স ডিজাইন শিখে প্রচুর টাকা আয় করার উপায়

Graphic Design Jobs
Income of Graphic Design Jobs

আমি প্রথমে বলেছি গ্রাফিক্স ডিজাইন শিখে নিজের স্কিল ও জ্ঞান ভালো তৈরি করতে পারলে টাকা আয় করার অনেক আকর্ষণীয় সুযোগ রয়েছে । বিভিন্ন ভাবে কাজ করে দক্ষতার পরিচয় দিয়ে ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন । যেমন-

গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করে আয়

ফ্রিল্যান্সিং করে আপনি কত টাকা আয় করবেন সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার কাজের উপর । যেমন কাজ করবেন তেমন আয় হবে । প্রচুর চাহিদা থাকায় অনেক বেশি পরিমানে টাকা আয়ের সুযোগ রয়েছে এই ক্ষেত্রে । আপনি যতো কাজ করবেন এবং যতো তাড়াতাড়ি সাবমিট করবেন, ততোই আপনার ইনকাম বাড়বে ।

আপনি Freelancer.com এবং UpWork.com এর ওয়েবসাইটে গিয়ে সেখানে একাউন্ট বানিয়ে নিজের জন্য গ্রাফিক্স ডিজাইনিং এর ছোট বড়ো কাজ বা প্রজেক্টস (Projects) খুঁজে বের করুন । আপনার প্রোফাইল অনুযায়ী অনেক কাজ আপনি খুঁজে পাবেন । কাজ গুলি একসেপ্ট করবেন, সঠিক ও সুন্দর ভাবে কাজটি করবেন, তারপর সাবমিট করবেন । সেই কাজের বিনিময়ে উপযুক্ত টাকা পাবেন । সব কাজ সময়ের মধ্যেই সাবমিট করার চেষ্টা করবেন ।

গ্রাফিক্স ডিজাইন চাকরির মাধ্যমে টাকা আয়

গ্রাফিক্স ডিজাইনারদের বেতন নির্ভর করে তাদের স্কিল ও অভিজ্ঞতার উপর । তাদের জ্ঞান ও দক্ষতা যত বেশি হবে বেতন ততো বেশি হবে । একজন ডিজাইনারের মাসিক বেতন নতুনদের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ হাজার টাকার মতো হয়ে থাকে । অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এই বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় । কিছু ক্ষেত্রে এর থেকে অনেক বেশি পরিমানেও বেতন পাওয়া যায় ।

আপনি, বিভিন্ন অনলাইন Job Portal যেমন  Indeed এবং Naukri.com গুলিতে গিয়ে দেখতে পারেন । গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে জড়িত অনেক চাকরি (Job) আপনারা পেয়ে যাবেন । সেখানে আপনারা দেখবেন যে, এই পেশার (Profession) চাকরি গুলোতে কমপক্ষে ২ লক্ষ টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকারও বেশি বছরে দেওয়া হচ্ছে । আপনি যদি বিদেশী কোনও কোম্পানিতে চাকরি পেয়ে যান, তাহলে মাসে কয়েক লক্ষ পর্যন্ত ইনকাম করতে পারবেন ।

গ্রাফিক্স ডিজাইন নিজস্ব বিজনেস এজেন্সী

আপনি যদি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে নিজে বিজনেস শুরু করতে পারেন । লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন । যেমনঃ

১) অনেক কোম্পানি বা বিজনেস বা অনেকে পার্সোনাল ভাবে বিভিন্ন লোগো, ভিজিটিং কার্ড, নেমপ্লেট ইত্যাদি বানাতে চায় । কাস্টমারের চাহিদা মতো জিনিস ও ডিজাইন বানিয়ে বিনিময়ে ভালো পরিমান টাকা উপার্জন করতে পারবেন ।

২) কোম্পানি গুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের প্রচার ও সেল বৃদ্ধি করার জন্য প্রোডাক্টের প্রোমোশন করে । যার জন্য প্রোডাক্টের ডিজাইন করা দরকার হয় । আপনি দক্ষ ডিজাইনার হলে, আপনাকে সারা বছরের জন্য চুক্তি করে নিতে পারে । সেক্ষেত্রে যদি বছরে ৫০ হাজার টাকা করে চুক্তি হয় আর যদি ৫০ টা কোম্পানির সাথে চুক্তি করতে পারেন তাহলে বছরে দাঁড়ায়, ৫০ * ৫০০০০ = ২৫,০০,০০০ টাকা । এটা একটা উদাহরন মাত্র । বাস্তবে এর থেকে অনেক বেশিও হতে পারে ।

৩) আমাদের দেশে এমন অনেক ডিজাইনার আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে । আপনিও পারবেন । একটা গ্রাফিক্স ডিজাইনের ফার্ম খুলে কয়েকজন কর্মী নিয়ে শুধু ক্লায়েন্ট খুঁজে বেড়াবেন । প্রথম দিকে একটু প্রবলেম হবে ঠিকই, পরে দেখবেন আপনিও মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারছেন । শুভেচ্ছা রইলো ।

Frequently Asked Questions

গ্রাফিক্স ডিজাইনে আসলে কি করা হয় ?

ANS: গ্রাফিক্স ডিজাইনে সব কাজ করা হয় । জামা গেঞ্জির প্রিন্ট, বইয়ের কভারের ডিজাইন, বিভিন্ন লোগো, ওয়েবসাইটের লোগো, ডিজাইন, নিউজ পেপারের ডিজাইন অনেক অনেক কিছু আছে যা বলে শেষ করা যায় না।

গ্রাফিক্স ডিজাইন দিয়ে কি ভালো ক্যারিয়ার করা যায় ?

ANS: অবশ্যই ভালো অর্থাৎ খুব ভালো ক্যারিয়ার করা যায় । তবে ভালো ক্যারিয়ার করতে গেলে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে হবে । সুন্দর ক্যারিয়ার তৈরি হবে ।

গ্রাফিক্স ডিজাইন শেখা কি কঠিন ?

ANS: যারা ড্রয়িং জানে তাদের কাছে গ্রাফিক্স ডিজাইন মোটেও কঠিন নয় । ড্রয়িং জানাটা খুবই দরকারি । তবে প্রচুর প্র্যাকটিস করে হাত পাকাতে হবে, তবেই সাফল্য আসবে ।

গ্রাফিক্স ডিজাইন শিখতে কি যোগ্যতা দরকার ?

ANS: প্রাথমিক যোগ্যতা হল ড্রয়িং জানা ও সামান্য ইংরাজি পড়তে ও বুঝতে পারা । উচ্চ মাধ্যমিক পাশ ও ড্রয়িং জানা থাকলে যে কেউ ভালো ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবে ।

গ্রাফিক্স ডিজাইন শিখে কেমন উপার্জন করা যায় ?

ANS: এক কথায় বলতে গেলে বিপুল পরিমানে উপার্জন করা যায় । দেশে থেকে তো বটেই, কেউ যদি বিদেশে যাওয়ার প্ল্যান করে থাকে, তাহলে তার সোনায় সোহাগা । আয় করে পারবে না ।

গ্রাফিক্স ডিজাইনের সম্ভাবনা কেমন ?

ANS: গ্রাফিক ডিজাইনারদের বিভিন্ন শিল্পে কাজ করার সুযোগ রয়েছে যেমন ফ্যাশন ব্যবসা, আইটি, গেমিং, বিজ্ঞাপন, সংবাদ মাধ্যম এবং বিনোদন সহ অন্য অনেক ক্ষেত্রে। গ্র্যাজুয়েটরা মাল্টিমিডিয়া প্রোগ্রামার, ক্রিয়েটিভ ডিরেক্টর ইত্যাদি হিসেবে কাজ করতে পারে । সুতরাং, গ্রাফিক্স ডিজাইনের সম্ভাবনা প্রচুর ।

গ্রাফিক্স ডিজাইন কাদের প্রয়োজন ?

ANS: আধুনিক ব্যবসায়িক বিপণন কৌশলগুলিতে গ্রাফিক ডিজাইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নিছক নান্দনিকতার বাইরে গিয়ে ব্র্যান্ডের ধারাবাহিকতা তৈরি করতে, গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগ করতে, বিক্রয় বাড়াতে এবং বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে।

গ্রাফিক্স ডিজাইন শেখা কি কঠিন কাজ ?

ANS: গ্রাফিক ডিজাইন শেখা কঠিন নয়, তবে এর জন্য প্রয়োজন সৃজনশীল চিন্তা, শিল্প এবং ডিজাইনের প্রতি দক্ষতা এবং সময় ও উৎসর্গ । গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজনীয় টুলস শেখার পাশাপাশি ডিজাইনের নীতি ও তত্ত্বগুলি বোঝা এবং প্রয়োগ করা প্রয়োজন।

গ্রাফিক্স ডিজাইন পেশার খারাপ দিক কি ?

ANS: ১। বেশিরভাগই কম্পিউটারের পিছনে থাকতে হয় ।
২। একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে, আপনি নিজের প্রচার করার সুযোগ পাবেন না । গৃহবন্দী অবস্থায় বেশির ভাগ থাকতে হবে ।
৩। প্রায়ই একা কাজ করতে হবে ।
৪। সময়সীমা মেনে চলতে হবে ।
৫। ক্লায়েন্ট চাহিদা পূরণ করতে হবে।

গ্রাফিক্স ডিজাইন কি চাপের কাজ ?

ANS: গ্রাফিক ডিজাইন একটি চাপের কাজ হতে পারে, বিশেষ করে যখন কঠোর সময়সীমার উপর কাজ করা, একাধিক প্রকল্প পরিচালনা করা বা কঠিন ক্লায়েন্টদের সাথে ডিল করা হয় । যাইহোক, কার্যকর সময় ব্যবস্থাপনা, যোগাযোগ এবং স্ব-যত্ন অনুশীলনের মাধ্যমে স্ট্রেস নিয়ন্ত্রণ করে এই চ্যালেঞ্জগুলি প্রশমিত করতে সহায়তা করতে পারে।

যারা এ পর্যন্ত আর্টিকেলটা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। Graphic Design সম্পর্কে আমি চেষ্টা করেছি সম্পূর্নভাবে বোঝানোর জন্য । আমার লেখাটি ভালো লাগলে আমাদের সাইটকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন । এছাড়া আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুন । আমি সাধ্য মতো আপডেট দেওয়ার চেষ্টা করবো । আপনি Graphic Design শিখুন, জীবনে প্রতিষ্ঠিত হন । ধন্যবাদ ।

সুপ্রিয় বন্ধুরা, আমি কিংশুক দেবনাথ (Kingshuk Debnath), এই সাইটের রূপকার ও প্রতিষ্ঠাতা (Creator & Founder) । আমি একজন লেখকও বটে । আমি বিভিন্ন প্রকারের ব্যবসা, চাষআবাদ, পেশা সম্পর্কে সব তথ্য ও তত্ত্ব তুলে ধরতে চাই । শুধু তাই নয়, অনেক নতুন ধারনা যা আপনারা ভাবেন নি বা দেখেন নি সেই সবও । আমি চাই, নতুন প্রজন্ম এবং বেকার কর্মসন্ধানী মানুষেরা নিয়মিত আমার সাইটে নজর রাখুন এবং আকর্ষণীয় ধারনাগুলি দেখে উদ্বুদ্ধ হয়ে জীবনে প্রতিষ্ঠা করুন...

Leave a Comment